নগরীর সার্বিক উন্নয়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে ঢাকায় তৈরি হচ্ছে ১০০ তলার মিডিয়াপল্লী

লিখেছেন লিখেছেন আবডুল রহমান ২৩ ডিসেম্বর, ২০১৪, ০৪:০৯:১৬ বিকাল

রাজধানীর কাওরান বাজারে নির্মাণ করা হবে করপোরেট ও মিডিয়াপল্লী। এজন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগরীর সার্বিক উন্নয়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেখানে ৮ থেকে ১০টি বহুতল ভবন নির্মাণ করা হবে। ভবনগুলো হবে স্টিলের কাঠামোর ওপর অত্যাধুনিক কাচ মোড়ানো। রাজধানীতে বড়ধরনের কোনো করপোরেট ও মিডিয়াপল্লী নেই। তাই কাওরান বাজারের কাঁচাবাজার এলাকার ২৩ দশমিক ৫৮ বিঘা জমির উপর ৮ থেকে ১০টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশি-বিদেশি বড় বড় করপোরেট প্রতিষ্ঠান ও মিডিয়া হাউজকে কার্যালয় বানানোর জন্য ফ্লোর বরাদ্দ দেয়া হবে। এরই মধ্যে ওই এলাকার কাঁচামালের ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নেয়া হয়েছে। পরিকল্পনাধীন প্রতিটি ভবনে অত্যাধুনিক কারপার্কিং ব্যবস্থা থাকবে। ১০০ তলার ফাউন্ডেশনে প্রথম অবস্থায় ৩০তলা নির্মাণ করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরিয়ে নেয়া হলে ভবনগুলোকে ১০০ তলায় উন্নীত করা হবে। ভবনগুলোর নাম দেয়া হবে ‘বঙ্গবন্ধু হাব’ অথবা ‘কাওরান হাব’। এ ধরনের পরিকল্পনা নিয়েই এগুচ্ছে ডিএনসিসি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যবসায়ীদের পুনর্বাসন করতে এরই মধ্যে মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীতে আলাদা তিনটি কাঁচাবাজার নির্মাণের কাজ শুরু করা হয়েছে। এরই মধ্যে মহাখালী কাঁচাবাজার নির্মাণ পুরোপুরি শেষ হয়েছে। সেখানে কাওরান বাজারের ব্যবসায়ীদের মধ্যে দোকান বিতরণের প্রক্রিয়া চলছে। যাত্রাবাড়ী ও আমিনবাজারেও এ প্রক্রিয়া চলমান রয়েছে। আধুনিক সব ব্যবস্থা রেখে প্রথম অবস্থায় ৮ থেকে ১০টি বহুতল ভবন নির্মাণ করা হবে। ভবনগুলো হবে স্টিলের বডির উপর গ্লাসের দালান। এগুলো দেশি-বিদেশি করপোরেট প্রতিষ্ঠান ও মিডিয়া অফিসগুলোকে বরাদ্দ দেয়া হবে। যেখান থেকে তারা তাদের দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে। ডিএনসিসির এ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীর চেহারা যেমন পাল্টে যাবে তেমনি ঢাকা হবে একটা উন্নত মানের শহর।

বিষয়: বিবিধ

৫৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File