দেশের অর্থনীতি শক্তিশালী করতে বর্তমান সরকার অদ্বিতীয়। জনশক্তি রপ্তানিতে সরকার বিশ্বব্যাপী বিস্বস্ততা অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় বিপুল সংখ্যক কর্মী নেবে মালয়েশিয়া

লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৩:৫৯:৪৩ দুপুর



বাংলাদেশ থেকে আরও বিপুল সংখ্যক কর্মী নেবে মালয়েশিয়া। দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, ভিসা প্রক্রিয়া সহজ করা, পর্যটন খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারি কর্মকর্তা, কূনীতিকরা ভিসা ছাড়াই উভয় দেশ সফর করতে পারবেন। এ ছাড়া দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক বিনিয়োগ বৃদ্ধিতে মুক্ত বাণিজ্য অঞ্চলের প্রস্তুতিমূলক কাজের ব্যাপারে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। আর জনশক্তি রপ্তানির প্রটোকলের ফলে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশির কাজের সুযোগ তৈরি হবে, যা পর্যায়ক্রমে উন্নীত হবে ৬০ হাজারে। বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়া। বর্তমানে প্রায় ছয় লাখ বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় রয়েছেন। এ ছাড়া পর্যটন খাতে সহযোগিতা এবং শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ে সহযোগিতার দুটি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ। দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের পর মালয়েশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য-সহযোগী দেশ বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির অংশীদার হতে মালয়েশিয়ান বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আমন্ত্রণ জানিয়েছেন। তারাও আমন্ত্রণের প্রতি শ্রদ্ধা জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

বিষয়: বিবিধ

৭৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291630
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:০০
শেখের পোলা লিখেছেন : শুনলাম কিছু মালয় আসছে বাংলাদেশে বাদাম ফেরি করতে৷ সত্যি নাকি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File