রাজধানী বাসীকে যানজটের কবল থেকে মুক্ত করতে সরকারের বিরামহীন প্রয়াস...
লিখেছেন লিখেছেন আমি অরন্য ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৩:৫৭:৩৯ দুপুর
বর্তমান সরকারের মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশে নির্মিত হয়েছে বেশ কয়েকটি ফ্লাইওভার। আরও কয়েকটি ফ্লাইওভার রয়েছে নির্মাণাধীন। ঢাকার অসহনীয় যানজট এড়াতে এই ফ্লাইওভারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই ফ্লাইওভারগুলোর মধ্যে নজর কেড়েছে ঢাকার কুড়িল মোড়ে নির্মিত উড়াল সেতুটি। এয়ারপোর্ট সড়ক ও প্রগতি সরণির সংযোগস্থলে এটি নির্মাণ করা হয়। এই উড়াল সেতুর নান্দনিক ডিজাইন অনেকেরই নজর কেড়েছে। বিশ্বের অসংখ্য উড়াল সেতুর মধ্যে এটির নামও উচ্চারিত হচ্ছে সমান গুরুত্ব নিয়ে। অল্প সময়ের মধ্যে এমন সফল প্রকল্প সর্বত্র প্রশংসিত হয়। উড়াল সেতুর উদ্বোধন হওয়ার পর এই এলাকার যানজটের চিত্র পাল্টে যায়। এখন কোনো যানজট ছাড়াই বিশ্বরোড মোড় পার হতে পারে বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলো। এতে রাজধানীবাসীর যেমন ভোগান্তি কমেছে তেমনি সৌন্দর্যে ঢেকে গেছে পুরো ঢাকা শহর।
বিষয়: বিবিধ
৭৯৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হ্যা এরা জামাতি না !!!! ওহ জানতাম না , হ্যা এরা মুক্তিযুদ্ধের চেতনা ধারী আওয়ামী পুলিশ !!!! কি বলেন!! ?? এটা কিভাবে সম্ভব !! ওহ আচ্ছা উন্নয়নের জন্য !!!
মন্তব্য করতে লগইন করুন