বিজয়ের মাসে স্বাধীন দেশে গুমের বার্ষিকী পালন করা হয়

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৪:১১:২৪ বিকাল



বিজয়ের মাসে স্বাধীন দেশে গুমের বার্ষিকী পালন করা হয়েছে। এমন করে প্রতিদিন পালন করার মত শত শত পরিবার আছে। রাজধানীর খবর পাচ্ছি আমরা , কিন্তু সারা দেশে প্রায় প্রতিটি ঘরে আহাজারি শুনার কেউ নাই।



গুম নিয়ে সবাই লিখতে লিখতে প্রায় ক্লান্ত। কারণ প্রতিদিন দেশের কোথাও না কোথাও গুম হচ্ছেন জনগণ। সংবাদের পাতায় ছবি , কান্না। কিন্তু একটি স্বাধীন দেশে এমন কাজটি গণ হত্যা , মানবতার বিরদ্ধে অপরাধ।

গুম নিয়ে লিখতে হলে অনেক লম্বা হয়ে যায়। তার পর ও কিছু ছবি , সংবাদ বিবেক কে নাড়া দেয়। যদিও যারা ক্ষমতায় তাদের কাছে কথিত চেতনার ট্যাবলেট আছে , সেটা যারা খেয়েছে তারা চুপ ।



গতকাল একটি সংবাদ সম্মেলন -


এখনো আশায় বুক বেঁধে আছে পরিবার

নিখোঁজের পর বছর পার ফিরে আসেনি সুমনরা

http://shar.es/13mPhv

কান্নার সঙ্গে অপেক্ষার প্রহর গুনছে পরিবার

http://www.manobkantha.com/2014/12/05/202105.html#sthash.4fugToOd.uxfs

আমাদের সন্তানদের ফিরিয়ে দাও

http://shar.es/13mPpj

অশ্রু ওদের, ব্যর্থতা…

http://www.banglamail24.com/news/2014/12/04/id/99260/

গুমের বার্ষিকী!

আমার বাবাকে এনে দাও...

http://shar.es/13mPBx

এখন অসহায় বাবা-মা’র প্রশ্ন এক বছর হয়ে গেল ওরা কেন ফিরিয়ে দিল না তার সন্তানকে।

http://mzamin.com/details.php?mzamin=NTMyNzg%3D&s=Mw%3D%3D#.VIFRqxj7-fE

এখনো আশায় বুক বেঁধে আছে পরিবার

নিখোঁজের পর বছর পার ফিরে আসেনি সুমনরা










অতীতের কিছু আহাজারি , কান্না , বুক ফাটা আর্তনাদ





















































বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291499
০৫ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৪
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : খুব সুন্দর গবেষনাধর্মী লেখা। ভালো লাগলো Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File