গ্রেটার ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৪ জুলাই, ২০১৫, ০৩:৪৩:৩৫ দুপুর



ঢাকার বর্তমান জনসংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। এ জনসংখ্যা প্রতিবছর ৪ দশমিক ২ ভাগ হারে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে ঢাকার নাগরিকদের জন্য সুবিধা ও বিশেষ ব্যবস্থা গড়ে তোলাই হয়নি। তাই সরকার নাগরিক সুবিধা বাড়াতে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক ‘গ্রেটার ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্প’-এর আওতায় যোগ করতে যাচ্ছে। প্রকল্পের আওতায় প্রাথমিক সমীক্ষা অনুযায়ী, গাজীপুর থেকে টঙ্গী (চেরাগ আলী মার্কেট) পর্যন্ত একলেন বিশিষ্ট বিআরটি লেন এবং টঙ্গী থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত চারলেন বিশিষ্ট বিআরটি সড়ক নির্মাণ করবে সরকার। প্রস্তাবিত প্রকল্পের আওতায় বিআরটি-৩ এর বর্ধিত অংশ হিসেব গাজীপুর-টঙ্গী-এয়ারপোর্ট রুটে বিআরটি স্থাপিত হবে। পর্যায়ক্রমে সব রুটকে প্রকল্পের আওতায় আনা হবে। প্রকল্পের আওতায় ঢাকা থেকে উত্তরা পর্যন্ত বাস র্যা পিড ট্রানজিট (বিআরটি) লাইন নির্মাণ করা হবে। এয়ারপোর্ট থেকে উত্তরা পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক জুড়ে বিআরটি’র আলাদা দুটি লেন তৈরি করা হবে। এই লেন দিয়ে শুধু বিআরটি’র ১০০টি বাস চলাচল করবে। এই লেনে অন্য কোনো পরিবহনের চলার কোনো সুযোগ নেই। এতে করে যাত্রীরা এক মিনিট অন্তর অন্তর বাস সার্ভিস সুবিধা পাবেন। সরকার বাংলাদেশে প্রথম এই ব্যবস্থা চালু করতে যাচ্ছে। ২০১৮ সাল নাগাদ ২০ কিলোমিটার রুটটি উন্মুক্ত করা হবে। বিআরটির তিনটি লাইন হচ্ছে- বিআরটি-১- উত্তরা-প্রগতি সরণী-কমলাপুর-সায়েদাবাদ, বিআরটি-২-গাবতলী-মিরপুর-ধানমণ্ডি-সায়েদাবাদ এবং বিআরটি-৩ হচ্ছে- এয়ারপোর্ট-মহাখালী-সায়েদাবাদ-সদরঘাট। এ প্রকল্পের মাধ্যমে গাজীপুর, টঙ্গী এবং উত্তরা এলাকায় যানজটমুক্ত, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের প্রধান উদ্দেশ্য।

বিষয়: বিবিধ

৬৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File