উন্নত ও সমৃদ্ধশালী দেশের কাতারে দেশকে নিয়ে যেতে ‘রূপকল্প ২০৪১’ প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৪ জুলাই, ২০১৫, ০৩:৩৯:১৪ দুপুর
সরকারের চলতি মেয়াদে প্রণয়ন করা হবে প্রেক্ষিত পরিকল্পনা ‘রূপকল্প ২০৪১’। এই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে আগামী ২৬ বছরের মধ্যে উন্নত ও সমৃদ্ধশালী দেশের কাতারে দেশকে নিয়ে যাওয়া। বিশ্ব ব্যাংকের মূল্যায়নে বাংলাদেশ এখন নিম্ন-মধ্য আয়ের দেশ। এই মূল্যায়ন সরকারের আত্ম-বিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আশা করা হচ্ছে, ঘোষণা অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যেই চূড়ান্তভাবে মধ্য আয়ের দেশ হিসেবে জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যাবে। আর তাই বর্তমান সরকারের এই মেয়াদেই রূপককল্প-৪১ প্রণয়ন করা হবে। সপ্তম পঞ্চবার্ষিকী সামনে রেখে চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বাস্তবায়ন শুরু করেছে সরকার। এই পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে- কারিগরি ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানবসম্পদ গঠন এবং সরকারী-বেসরকারী বিনিয়োগে গতিশীলতা আনয়ন। এ জন্য বিদ্যুত, জ্বালানি ও যোগাযোগ খাতের অবকাঠামোগত সমস্যা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারীভাবে এসব পদক্ষেপের ফলে ঘোষিত সময়ের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশের কাতারে শামিল হতে সক্ষম হবে। বর্তমান সরকার তার স্বপ্নের দিগন্ত আরও প্রসারিত করেছে। ছয় শতাংশের বৃত্ত ভেঙে উচ্চ প্রবৃদ্ধির সোপানে আরোহন এবং মাথাপিছু আয়ের ধারাবাহিক উত্তরণ ঘটিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধশালী দেশের কাতারে শামিল হওয়া সরকারের চূড়ান্ত লক্ষ্য। বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পরই রূপকল্প-২১ ঘোষণা করেছিল। এই ঘোষণার মূল লক্ষ্য ছিল দারিদ্র্যতা কমিয়ে দেশকে মধ্য আয়ের দেশে নিয়ে যাওয়া। একই সঙ্গে জাতিসংঘ ঘোষিত মিলিনিয়াম ডেভলপমেন্ট গোল বা এমডিজির লক্ষ্যমাত্রা পূরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ঘোষণা অনুযায়ী এমডিজির অধিকাংশ লক্ষ্যমাত্রা বিশেষ করে শিশু ও মাতৃমৃত্যু হ্রাসে ব্যাপক সফলতা পেয়েছে বাংলাদেশ। এছাড়া খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, শিক্ষা ও স্যানিটেশনে দ্রুত সফলতা এসেছে। বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা ও মাথাপিছু আয়। যার কারণে বিশ্ব ব্যাংকের মূল্যায়নে বাংলাদেশ এখন নিম্ন-মধ্য আয়ের দেশ। রূপকল্প-২১ এর হাত ধরে এবার রূপকল্প-৪১ প্রণয়ন করা হবে। এছাড়া ২০২১ সালের মধ্যে তথ্য-প্রযুক্তিতে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।
বিষয়: বিবিধ
৬৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন