অতীতের ভুল শূদ্রে নেয়ার প্রস্তুতি বিএনপির
লিখেছেন লিখেছেন আমি অরন্য ৩০ মে, ২০১৫, ০৩:২৭:২৯ দুপুর
জামায়াত-বিএনপি সম্পর্ক আর তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ- মূলত এই দুই ইস্যুতে আটকে আছে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কোন্নয়ন। জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য দলটিকে বেশ চাপে রেখেছে দিল্লি। অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে অন্তত পাঁচ বছরের জন্য তারেককে দেশটি রাজনীতি তথা ক্ষমতার বাইরে দেখতে চায়। দেশটির কূটনীতিকদের পাশাপাশি 'ক্ষমতার বিকল্প কেন্দ্র' বলে পরিচিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বিএনপি নেতাদের আলাপচারিতার সূত্রে এসব তথ্য জানা গেছে। ভারতের শীর্ষ মহলে যোগাযোগ আছে বিএনপির এমন অন্তত দুই নেতা জানান, এ দুই ইস্যুর বাইরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের নিরাপত্তার বিষয়টি আগের মতো আর আলোচনায় নেই। কারণ নীতিগতভাবে বিএনপি এটা মেনেই নিয়েছে। দলটির নেতাদের মতে, ২০১২ সালের অক্টোবরে খালেদা জিয়ার ভারত সফরের সময়ই ঐ ইস্যুটির নিষ্পত্তি হয়ে গেছে। খালেদা জিয়া তখনই বলে এসেছেন, বাংলাদেশের মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেওয়া হবে না। তা ছাড়া বিশ্ব বাস্তবতায় বৃহৎ প্রতিবেশী ও শক্তিধর রাষ্ট্র ভারতের বিরুদ্ধে গিয়ে এখন আর কিছু করাও সম্ভব নয়। বিএনপির নেতাকর্মীরা এখন বিশ্বাস করে, জনসমর্থন যতই থাক, ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সর্বশেষ ৫ জানুয়ারির নির্বাচনের পর দলটির মধ্যে এই ধারণা আরো বদ্ধমূল হয়েছে। এখন বিজেপি সরকারকে খুশি করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। সূত্র মতে, বাংলাদেশ সফরকালে মোদি যাতে খুশি থাকেন, তার জন্য বিএনপি ভেতরে ভেতরে সব প্রস্তুতি নিচ্ছে। ৭ জুন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের কথা রয়েছে। ঐ সাক্ষাতে 'কোনো সরকার বা দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক' রাখার জন্য দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হবে। আর অনানুষ্ঠানিক আলাপচারিতায় অতীতের 'ভুল-ত্রুটি'র জন্য দুঃখ প্রকাশ করার কথাও ভাবছে দলটি।
বিষয়: বিবিধ
৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন