দুদেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ৩০ মে, ২০১৫, ০৩:২৪:৪৯ দুপুর
পরীক্ষামূলকভাবে কলকাতা থেকে ঢাকা হয়ে ১ জুন বাস ছুটবে আগরতলার উদ্দেশে। ১ জুন একটি বাস কলকাতা থেকে ছাড়বে। ঢাকা হয়ে পরদিন বেলা ১১টায় আখাউড়া স্থলসীমান্ত দিয়ে আগরতলা আন্তর্জাতিক বাস টার্মিনাসে পৌঁছবে। ৩ জুন সকালে ঐ বাসটি ফের আগরতলা থেকে ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেবে এবং ঐদিন সন্ধ্যায় বাসটি কলকাতায় পৌঁছবে। এখন কলকাতা থেকে আগরতলা যাওয়া যায় আকাশ ও রেলপথে। প্রথমটি ব্যয়বহুল আর দ্বিতীয় পথে আগরতলা যেতে দুই দিন সময় লেগে যায়। ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক চুক্তি মোতাবেক বর্তমানে আগরতলা-ঢাকা এবং কলকাতা-ঢাকা উভয়দিকে বাস পরিসেবা চালু রয়েছে। সেই বাসে বহু যাত্রী আগরতলা থেকে ঢাকা পৌঁছান। তারপর ঢাকা থেকে বাসে করে বেনাপোল সীমান্ত পর্যন্ত পৌঁছান। এরপর হেঁটে সীমান্ত পেরিয়ে অন্য বাসে কলকাতায়। অন্যদিকে কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলায় পৌঁছাতে গেলে প্রথমে কলকাতা থেকে বাসে ঢাকা এবং সেখান থেকে বাসে করে আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় পৌঁছাতে হয় যাত্রীদের। উভয় দেশের সরকার প্রধানদের নেওয়া এই পদক্ষেপে শুধু যাত্রীরাই উপকৃত হবে না, উপকৃত হবে দেশের অর্থনীতি।
বিষয়: বিবিধ
৭৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন