রাজনীতির সুবাতাস বইছে সিটি নির্বাচনে

লিখেছেন লিখেছেন আমি অরন্য ২৩ মার্চ, ২০১৫, ০৪:১৩:০৮ বিকাল

সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে সরকার। জনমনে আনন্দের ফল্গুধারা প্রবাহিত হচ্ছে চারিদেকে। দীর্ঘ ১২ বছর পর ঘোষিত এই নির্বাচনকে অভিজ্ঞ জনেরা মঙ্গলের প্রদীপ বলে অভিহিত করছেন। ঢাকা সিটি কর্পোরেশন ২০১০ সাল থেকে সরকারী কর্মকর্তা দ্বারা পরিচালনা হয়ে আসছে। অন্য দিকে যারা নগর পিতা হয়ে দেশের সেবা করতে চান তারা দীর্ঘ দিন অপেক্ষা করেছেন এই দিন টির জন্য। অবশেষে সেই মহেন্দ্রখন দোরগোঁড়ায় উপস্থিত। হেলায় হারাতে চান না তারা। তবে দেশের রাজনীতিতে বিদ্ধমান ২০ দলীয় জোট দীর্ঘ দিন হরতাল অবরোধ দিয়ে জীবন যাত্রার স্বাভাবিক গতিকে রুদ্ধ করে রেখেছে। তার পরও এই নির্বাচনে নগর বাসী আশার আলো দেখছে। নগর বাসী উন্নয়নের গতি ধারায় ফিরে যাবে দেশবাসী এই আশা করে। রাজনীতিতে নব বসন্তের হাওয়া বইবে এই আশায় বুক বাঁধছে মানুষ। বিএনপি তাদের প্রার্থী মনোনয়ন দিয়ে নিয়ম তান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসবে এই অপেক্ষায় সবাই তাকিয়ে আছে। অন্য দিকে রাজনীতির মাঠে বইছে সুবাতাস। পাড়া, অলি-গলিতে, চায়ের দোকানে প্রার্থী নিয়ে তাদের কর্মকাণ্ড নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্রগ্রাম সিটি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে, কারা হবেন নগর পিতা সেদিকেই তাকিয়ে আছে দেশের জনগণ।

বিষয়: বিবিধ

৭৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310649
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
অনেক পথ বাকি লিখেছেন : হু Give Up Give Up Give Up Give Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File