আন্দোলনের নামে নাশকতা, আগুন থামছে না
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ মার্চ, ২০১৫, ০৪:০৪:৫১ বিকাল
২০ দলীয় জোটের ডাকে চলমান আন্দোলনের নেতৃত্বে যে দল, সে দলের রাজনীতিবিদরাই দেশ চালিয়েছিল। এখন তারাই বিরোধীপক্ষে এসে মারমুখী আন্দোলন করছে। ঐসব রাজনীতিবিদদের কারনেই এ দেশের মানুষের জীবণ থেকে শান্তি স্বস্তি চলে গেছে। তাদের আত্মীয পরিচিত শুভানুধ্যায়ীদের জীবন ও এর বাইরে নয়। এক সময় হরতাল-অবরোধ নির্যাতিত মানুষের দাবী আদায়ের মূল অস্ত্র হলেও বর্তমানে এর মাধ্যমে মানুষের ক্ষতিই হচ্ছে। জাতীয় জীবনে হরতাল-অবরোধের প্রতিকুল প্রভাবের কারনেই আজ সচেতন হয়ে উঠছে গণবিবেক। রাজনীতিবিদদের এসব গণবিরোধী আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনি উচ্চারিত হচ্ছে। এ যাবৎ এদেশে শুধু পেট্রোল বোমায় পুড়ে গেছে অসংখ্যা মানুষ। এ বীভৎস কান্ড চলছে দুমাসের উপর। সাধারনের প্রাণঘাতি এ আন্দোলন চলছেই। চলমান রাজনৈতিক আন্দোলন এবং মানুষের প্রাণ নিয়ে এ রাজনীতি কিছুতেই চলতে দেয়া উচিত নয়।
বিষয়: বিবিধ
৮৭৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব ক'টাকে ধরে ধরে জবাই করে দেন! আপ্নারা এই ছাড়া আর পারেন কি!
ঈগল তুই নিজেই কুত্তালীগার মানুষ খুনী হয়ে এসব কথা বলে মানুষকে আর কত বোকা ভাববি?
তোর এসব ছালা কম্বল নিয়ে ভাগবি কবে? নিজের পিছে আগুন লাগার আগে ভাগ!
মন্তব্য করতে লগইন করুন