আন্দোলনের নামে নাশকতা, আগুন থামছে না

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ মার্চ, ২০১৫, ০৪:০৪:৫১ বিকাল

২০ দলীয় জোটের ডাকে চলমান আন্দোলনের নেতৃত্বে যে দল, সে দলের রাজনীতিবিদরাই দেশ চালিয়েছিল। এখন তারাই বিরোধীপক্ষে এসে মারমুখী আন্দোলন করছে। ঐসব রাজনীতিবিদদের কারনেই এ দেশের মানুষের জীবণ থেকে শান্তি স্বস্তি চলে গেছে। তাদের আত্মীয পরিচিত শুভানুধ্যায়ীদের জীবন ও এর বাইরে নয়। এক সময় হরতাল-অবরোধ নির্যাতিত মানুষের দাবী আদায়ের মূল অস্ত্র হলেও বর্তমানে এর মাধ্যমে মানুষের ক্ষতিই হচ্ছে। জাতীয় জীবনে হরতাল-অবরোধের প্রতিকুল প্রভাবের কারনেই আজ সচেতন হয়ে উঠছে গণবিবেক। রাজনীতিবিদদের এসব গণবিরোধী আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনি উচ্চারিত হচ্ছে। এ যাবৎ এদেশে শুধু পেট্রোল বোমায় পুড়ে গেছে অসংখ্যা মানুষ। এ বীভৎস কান্ড চলছে দুমাসের উপর। সাধারনের প্রাণঘাতি এ আন্দোলন চলছেই। চলমান রাজনৈতিক আন্দোলন এবং মানুষের প্রাণ নিয়ে এ রাজনীতি কিছুতেই চলতে দেয়া উচিত নয়।

বিষয়: বিবিধ

৮৭৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310643
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
গাজী সালাউদ্দিন লিখেছেন :
চলমান রাজনৈতিক আন্দোলন এবং মানুষের প্রাণ নিয়ে এ রাজনীতি কিছুতেই চলতে দেয়া উচিত নয়।


সব ক'টাকে ধরে ধরে জবাই করে দেন! আপ্নারা এই ছাড়া আর পারেন কি!
310644
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
অনেক পথ বাকি লিখেছেন : মানুষ হত্যাই যাদের লক্ষ্য তারা থামবে কি করে?
310674
২৩ মার্চ ২০১৫ রাত ০৯:৪৫
রক্তলাল লিখেছেন : ভূত আমাদের জুজুর ভয় দেখায়।

ঈগল তুই নিজেই কুত্তালীগার মানুষ খুনী হয়ে এসব কথা বলে মানুষকে আর কত বোকা ভাববি?

তোর এসব ছালা কম্বল নিয়ে ভাগবি কবে? নিজের পিছে আগুন লাগার আগে ভাগ!
310679
২৩ মার্চ ২০১৫ রাত ১০:০৯
মেজর রিফাত লিখেছেন : ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড Rolling on the Floor
310876
২৪ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
মুিনর লিখেছেন : আপনাদের একপেসে লেখার কারণে আজকে বাংলাদেশের এ কঠিন অবস্থা, শুধু পেট্রোল বোমায় পুড়ার কথা বললে হবে না। পঙ্গু হাসপাতালে যারা কাতরাচ্ছেন তাদের কথা ও বলতে হবে। যাদেরকে বিনা বিচারের রাতে ঘুম থেকে তুলে নিয়ে এন কাউন্টারের নামে হত্যা করা হচ্ছে তাদের কথা ও বলতে হবে। পেট্রোল বোমা থেকে শুরু করে সমস্ত হত্যাকান্ডের বিচার হওয়া দরকার। আইন শৃংখলা বাহিনী যদি দৃর্বৃত্তায়ন করে তাদের ও বিচার হওয়া দরকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File