২০১৮ সালের মধ্যে আইটি খাত থেকে এক বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা সরকারের
লিখেছেন লিখেছেন আমি অরন্য ২২ জানুয়ারি, ২০১৫, ০৩:৫১:১২ দুপুর
২০১৮ সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতের প্তানি আয় হবে ১০০ কোটি (একবিলিয়ন) ডলার। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসসহ (বেসিস) এই খাতের সঙ্গে যুক্ত সবার সম্মিলিত প্রয়াসেই এমনটি সম্ভব হবে। ওয়ান বাংলাদেশ ভিশন বাস্তবায়নে বেসিস অনেক দূর এগিয়েছে। এরই মধ্যে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশে বিনিয়োগ শুরু করেছে। এ ছাড়া সুইজার ল্যান্ডের ইনভেস্টমেন্ট এবিকিনেভিক, নরওয়ের এসএনটি ক্লাসিফায়েডস, রকেট ইন্টারনেট, সিকসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে। ২৩ হাজার দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করছে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)। তথ্য প্রযুক্তি খাতে রপ্তানি আয় ১০০ কোটি ডলারে উন্নীতের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে সরকার। বর্তমান সরকারের এই পরিকল্পনা সফল হলে রপ্তানি আয়ের দিক দিয়ে পোশাক খাতকেও ছাড়িয়ে যাবে তথ্য প্রযুক্তি খাত। সরকারের পরিকল্পনার আগামী ৫ বছর আইটি ইন্ডাস্ট্রি ডেভলপমেন্ট এবং এক্সপোর্ট ডেভলপমেন্ট মূল গুরুত্ব পাবে। শুধু রপ্তানিই নয় দেশের অভ্যন্তরে ২০১৮ সালের মধ্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে প্রতি ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবল স্থাপন করার পরিকল্পনাও রয়েছে সরকারের। এতে করে দেশের মানুষ এখন ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে খুব সহজেই প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দেখতে ও জানতে পারবেন।
বিষয়: বিবিধ
৭০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন