গুলি
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২২ জানুয়ারি, ২০১৫, ০৩:৫০:৪৬ দুপুর
টুসটুস শব্দ আসে কানে,
মায়েদের আহাজারির শব্দে আকাশ কাঁপে।
বাবাহারা শিশুর চোখের পানিতে
ঘৃণার ইশারা বেসে চলে।
স্বামীহারা স্ত্রীর চোখের পানিতে,
হায়েনাদের ক্ষমতার কেদারা কাঁপে।
শুঁকুনেরা মহা আনন্দে নৃত্য করে।
বন্দুকের নল থেকে বুলেট এসে,
মুক্তিকামী জনতার বুকে লাগে।
বন্দুকবাজ হায়েনাদের ডাইনি দিয়েছে লেলিয়ে।
মুক্তিকামী জনতার আন্দোলন থামানো যাবে না,
শত গুলি করিলে।
দেশপ্রেমিকের সময় আসবে!
এক একটি গুলির জবাব নেবে।
সকল লাশের বদলা নেবে।
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন