গুলি Crying

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২২ জানুয়ারি, ২০১৫, ০৩:৫০:৪৬ দুপুর



টুসটুস শব্দ আসে কানে,

মায়েদের আহাজারির শব্দে আকাশ কাঁপে।

বাবাহারা শিশুর চোখের পানিতে

ঘৃণার ইশারা বেসে চলে।

স্বামীহারা স্ত্রীর চোখের পানিতে,

হায়েনাদের ক্ষমতার কেদারা কাঁপে।

শুঁকুনেরা মহা আনন্দে নৃত্য করে।

বন্দুকের নল থেকে বুলেট এসে,

মুক্তিকামী জনতার বুকে লাগে।

বন্দুকবাজ হায়েনাদের ডাইনি দিয়েছে লেলিয়ে।

মুক্তিকামী জনতার আন্দোলন থামানো যাবে না,

শত গুলি করিলে।

দেশপ্রেমিকের সময় আসবে!

এক একটি গুলির জবাব নেবে।

সকল লাশের বদলা নেবে।

বিষয়: বিবিধ

৯৮১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301266
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : গুলি খেতে চাই আমি ক্ষুধার্ত
২২ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫০
243707
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Crying Crying
301287
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ইনশা-আল্লাহ বিজয় আসবেই.......।
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
243729
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা-আল্লাহ
301288
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : ফ্রাঙ্কেন্সটাইন তার মনিবকেও ছাড়েনি।
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
243730
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হায়েনাকে ও দেশের জনগণ ছাড়বে না
301295
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
আফরা লিখেছেন : ইনশা আল্লাহ সেদিন আসবেই ।
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
243731
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইনশা আল্লাহ
301300
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। কোন সন্ত্রাসবাদ জুলুমবাজ সরকার অতীতে টিকতে পারেনি এরাও পারবে না ইনশাল্লাহ। সময়োপযোগী গুরুত্বপূর্ণ লিখাটির জাজাকাল্লাহু খাইর।
২২ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৫
243732
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে লিখার প্রেরণা দেওয়ার জন্য
301312
২২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫৮
শেখের পোলা লিখেছেন : শক্তির পালাবদল আর চাইনা৷ সর্বশক্তিমানের শাসন চাই৷
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
243942
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জি ভাইজান
301355
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫২
দ্বীপ জনতার ডাক লিখেছেন : আর এই ভাবে চলবে সব কিছু শেষ আছে।
২৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
243943
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা সেই শেষ দেখতে চাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File