বেড়ে চলেছে পুঁজিবাজারের লেনদেন। পুঁজিবাজার নিয়ে শঙ্কার কারন নেই। পুঁজিবাজারের লেনদেন ও সুচক বৃদ্ধিতে উদ্যোগ নিচ্ছে সরকার

লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৮ জানুয়ারি, ২০১৫, ০৩:৪৪:৫৬ দুপুর



সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন বেড়েছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৫.৯৪%। একই সময়ে সিএসইতে বেড়েছে ৩৩.৩৪%। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১,৮৫২ কোটি ১৬ লাখ ২১,০০০ টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১,১১৬ কোটি ১৬ লাখ ১২,০০০ টাকা। এ হিসাবে আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৭৩৬ কোটি বা ৬৫.৯৪%। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ০.২৫%। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউ. ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। অন্যদিকে সিএসইতে আলোচিত সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৪ কোটি ২৮ লাখ ৯৪,০০০ টাকা। আলোচিত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৮৪ লাখ ৯২,১২ টাকার শেয়ার ও মিউ. ফান্ডের ইউনিট।আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০২ কোটি ৫৫ লাখ ৯৭,৩৩?১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। বর্তমান সরকার যে ভাবে পুজি বাজারের প্রতি উদ্যোগী হয়েছে সে ক্ষেত্রে পুঁজিবাজারের লেনদেন ও সুচক আরো উর্ধমুখি হবে।

বিষয়: বিবিধ

৬৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File