দক্ষিণ এশিয়ার বাণিজ্য বৃদ্ধিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সকল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার
লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৮ জানুয়ারি, ২০১৫, ০৩:৪৬:৩৮ দুপুর
দক্ষিণ এশিয়ার বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে সকল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এজন্য সড়ক, নৌ, আকাশ ও রেলপথে যোগাযোগ সহজতর ও বৃদ্ধি করার পাশাপাশি করিডর ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। যোগাযোগ ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো আন্তরিকতার সঙ্গে দূর করতে হবে। দক্ষিণ এশিয়ার বাণিজ্য বৃদ্ধির জন্য রুলস অব অরিজিন সহজ করার পাশাপাশি সাফটাকে আরও বেশি কার্যকর করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাণিজ্য প্রসারের প্রয়োজন। আর এজন্য এনার্জি ও পাওয়ার খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার বাণিজ্য বৃদ্ধির জন্য এনার্জি ও পাওয়ারের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা হচ্ছে। পারস্পরিক প্রয়োজনে চাহিদামোতাবেক দক্ষ জনশক্তি সরবরাহ করা হচ্ছে। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের ল্যান্ড বাউন্ডারি চুক্তি বাস্তবায়ন এবং তিস্তা পানি চুক্তি সম্পাদনের জন্য ভারত সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সরকার। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে টেস্টিং সমস্যা, পাটপণ্যের রপ্তানি জটিলতা এবং তৈরী পোশাক রপ্তানির ক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলো দূর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। আর এগুলোর বাস্তবায়ন ও উন্নয়ন ঘটাতে পারলে দক্ষিণ এশিয়ার বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যাপক অবদান রাখবে।
বিষয়: বিবিধ
৯০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন