চীন-বাংলাদেশ সুসম্পর্কের ফলেই এদেশে কাগজ এবং চিনি উৎপাদনে সহায়তা করতে আগ্রহী চীন
লিখেছেন লিখেছেন আমি অরন্য ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৫:০৪:৩৮ বিকাল
অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে কাগজ উৎপাদনে চীন বাংলাদেশকে সহায়তা করবে। এর পাশাপাশি এ সংস্থা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলের উৎপাদন ক্ষমতা বাড়াতে সব ধরণের সহযোগিতা করতে আগ্রহী। বাংলাদেশের চিনি ও কাগজ শিল্পের উন্নয়নেও এ সংস্থা সব ধরণের সহায়তা করতে আগ্রহী। রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো লাভজনক করতে সরকার অমৌসুমে চিনি উৎপাদনের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে মাড়াই মৌসুমে পর্যাপ্ত পরিমাণে আখ পেতে উচ্চ ফলনশীল জাতের আখ চাষের প্রতি সরকার অগ্রাধিকার দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত কারখানা নর্থ বেঙ্গল পেপার মিলস্, খুলনা নিউজপ্রিন্ট মিলস্ ও খুলনা হার্ডবোর্ড মিলস্ লাভজনকভাবে পরিচালনা করতে সরকার আগ্রহী। এ জন্য জ্বালানি, দক্ষ ও মূল্য সাশ্রয়ী প্রযুক্তির পাশাপাশি কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে সরকার।
বিষয়: বিবিধ
৭২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন