আল কোরআন
লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ১৩ ডিসেম্বর, ২০১৪, ০৪:৩৮:১৮ বিকাল
আল কোরআন
যা ছিল প্রাণ সঞ্চালনের গ্রন্থ
হয়ে গেল প্রাথনার পস্তুক
যা ছিল অধ্যায়নের জন্য
হয়ে গেল আবৃতির জন্য
জীবন্তদের বিধান ছিল
হয়ে গেল মৃতদের ছাড় পত্র
জ্ঞান বিজ্ঞানের শাখা ছিল
পড়ে গেল মূর্খদের হাতে
সৃষ্টি বশ করার আহবান ছিল
থেমে গেল মাদ্রাসার পাঠক্রমে
প্রানহিনকে চেয়েছিল প্রানবন্ত করতে
লেগে গেল বিদ্রোহীদের পরিত্রান কল্পে
ওহে মুসলমান ! একি তুমি করলে !
ওঠো চোখ মেল আর ভেবে দেখ
ড়. পন্ডিত শংকর দয়াল শর্মা
(ভারতের সাবেক রাষ্টপতি )
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওঠো চোখ মেল আর ভেবে দেখ
ভেবে দেখার সময় কৈ মুসলমানদের। তারা তো আজ নিজেদের ভিতরই কলহ লেগে দিয়েছে।
সঠিক কতা বলেছেন
মন্তব্য করতে লগইন করুন