একটি গুরুত্ব পূর্ণ হাদিস
লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ২০ ডিসেম্বর, ২০১৪, ০৮:৫৪:৫৪ রাত
প্রশ্ন :আমি ধনী হতে চাই l (উঃ)রাসুলুলাহ সাঃ ইরশাদ করলেন অল্পতুষ্টি অবলম্বন কর l প্রশ্ন: আমি সব চেয়ে বড় আলেম হতে চাই (উঃ) রাসুলুল্লাহ সঃ ইরশাদ করলেন তাক্কওয়া অবলম্বন কর l প্রশ্ন: সম্মানিত হতে চাই l (উঃ) রাসুলুলাহ সাঃইরশাদ করলেন সৃস্টির কাচে চাওয়া বন্দ কর l প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই (উঃ) রাসুলুল্লাহ সাঃ ইরশাদ করলেন মানুষের উপকার কর l প্রশ্নঃনেয়্পরায়ণ হতে চাই l (উঃ) রাসুলুলাহ সাঃ ইরশাদ করলেন যা নিজের জন্যে পছন্দ কর তা অন্যের জন্যও পছন্দ কর l প্রশ্ন ঃশক্তিশালী হতে চাই l (উঃ) রাসুলুল্লাহ সাঃ ইরশাদ করলেন আল্লাহর উপর ভরসা কর l প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকারী হতে চাই l (উঃ) রাসুলুল্লাহ সাঃ ইরশাদ করলেন বেশী বেশী আল্লাহকে সরণ কর l প্রশ্নঃ রিযিকের প্রসস্ততা চাই l (উঃ) রাসুলুল্লাহ সাঃ ইরশাদ করলেন সর্বধা অজু অবস্থায় থাক l প্রশ্নঃ সমস্ত দোয়া কবুলের আসা করি l (উঃ) রাসুলুল্লাহ সাঃ ইরশাদ করলেন হারাম খাবার হতে বিরত থাক l প্রশ্নঃ ঈমানে পুর্ণতা আসা করি l(উঃ) রাসুলুল্লাহ সাঃ ইরশাদ করলেন চরিত্রবান হও l collected
বিষয়: বিবিধ
১৫০৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার সংগ্রহ। জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন