এখনি সময় আমাদের স্বাধীনতার চেতনায় উর্জবিত হয়ে সকলে মিলে রক্ষা করতে হবে আমাদের বহু দামে কিনা স্বাধীনতা
লিখেছেন লিখেছেন সত্যের সেনানী ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৭:১৩:১৭ সন্ধ্যা
স্বাধীনতার ৪৩ বছর এবং আমার প্রত্যাশা
অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জন করেছিল যে স্বাধীনতা
সেই স্বাধীনতা যেন দিনের পর দিন পরাধীন হয়ে যাচ্ছে,কোনো এক পরাশক্তির কাছে নাই মানুষের স্বাধীন ভাবে কত বলার অধিকার, নাই স্বাধীন ভাবে চলা পিরা করার অধিকার নিজের মন মত ভোট দেওয়ার অধিকার নাই
সব কিছু যেন দিন দিন কোনো এক পরা শক্তির কাছে পরাজয় বরণ করতে যাচ্ছে,শতকরা ৯০% মুসলমানের দেশে স্বাধীন ভাবে ইসলামের কথা বলার অধিকার নাই
এই যদি হয় স্বাধীনতা, তাহলে এই স্বাধীনতার দরকার আমাদের নাই,
আমরা চাই এমন স্বাধীনতা, যেখানে আমার ধর্মের কথা বলতে পারব, যেখানে আমরা ন্যয্য অধিকারের কথা বলতে পারব, যেখানে আমি স্বাধীন ভাবে আমার মোট প্রকাশ করতে পারব
যদিও ৭১ সালের এই দিনে স্বাধীন বাংলার জন্য দল মত, ধর্ম - বর্ণ সবাই ঐক্যবদ্ধ হয়েছিল,
কিন্ত স্বাধীনতা অর্জনের পর সেই ঐক্কতা দিন দিন ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে,
প্রতিবেশী রাষ্টের কাছে আমাদের অর্জিত স্বাধীনতা হস্তগত হয়ে যাচ্ছে
পরিশেষে বলতে চাই : এখনি সময় আমাদের স্বাধীনতার চেতনায় উর্জবিত হয়ে সকলে মিলে
রক্ষা করতে হবে আমাদের বহু দামে কিনা স্বাধীনতা, নচেত আবার একটি স্বাধীন যুদ্দের জন্য অপেক্ষা করতে হবে যেই যুদ্ধে বিজয়ে চেয়ে পরাজয়ের সম্ভাবনাই বেশি
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন