ন্যায়ের পথে
লিখেছেন লিখেছেন শাহীন কবির ২২ নভেম্বর, ২০১৪, ০৩:৫৯:১১ রাত
ন্যায়ের পথে চললে হবে
অন্যায়ের প্রতিরোধ।
জ্ঞানের পথে চললে হবে
জুলমাতের প্রতিশোধ।।
সত্যের পথে চললে হবে
মিথ্যে পথের অবসান।
হেরার পথে চললে হবে
কুৎসিতের নির্বাশন।।
অহীর পথে চললে হবে
আলোয় ভরা সমাজ-জন।
জালিম শাহী রুখতে হবে
ন্যায়কে করো আলিঙ্গন।।
বিষয়: বিবিধ
১০৮৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি মনে করি একজন কবি সত্তা এই বোধটা জাগ্রত করতে পারে সফলতার সাথে।
আপনার চিন্তার সাথে আমরা আছি। আন্তরিক মোবারকবাদ্
মন্তব্য করতে লগইন করুন