লাল সবুজে রক্তনদী

লিখেছেন লিখেছেন udash kobi ০৬ এপ্রিল, ২০১৬, ০৪:৩২:৫২ রাত

নরবলি দাও নরবলি, টিকিয়ে রাখি বঙগদি!

বইছে যত শবমিছিল, লাল-সবুজে রক্তনদী!!

ইঁদুর বলে বিড়াল মারো, শিয়ালে খায় বাঘ

কুকুর ধরে কেশ-কেশরী, বাঁদর করে রাগ

মানুষে খায় আস্তাকুঁড়ে, হিংস্র যখন রাজপদী!

নরবলি দাও নরবলি, টিকিয়ে রাখি বঙগদি!

যারা রঙ্গ করে ভঙ্গ করে সংবিধানের ধারা

চর্বি দিয়ে উদর ডলন,নিঃস্ব আরো সর্বহারা

ওরে গবা! ঘুমের ঘোরে,ভাসবে শুধু স্বপ্নচুঁড়ায়

তোর হাড্ডিতে কাবাব হবে, রক্ত দিয়ে পানসুরায়

পেটপুঁজারী, নীতি-রাজ, ভেঙ্গে ফেলো সংবিধি!

নরবলি দাও নরবলি, টিকিয়ে রাখি বঙগদি!

বিষয়: সাহিত্য

১০১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364776
০৬ এপ্রিল ২০১৬ সকাল ০৫:৩৩
শেখের পোলা লিখেছেন : চমৎকার হয়েছে৷
ভাংলে গদি পড়বে নদী সামনে খাড়া পাড়,
অতল তলে পড়বে গিয়ে মিলবে না আর হাড়৷
364790
০৬ এপ্রিল ২০১৬ সকাল ০৮:০৯
কুয়েত থেকে লিখেছেন : السلام عليكم ورحمة الله وبركاته بارك الله فيك وجزاك الله خيرا

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File