✬রাসুলুল্লাহ (সঃ) এর চরিত্র✬
লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ০৬ এপ্রিল, ২০১৬, ০৫:৫৫:৩৮ সকাল
হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)-কে
কেউ জিজ্ঞাসা করলঃ আপনার ঘরে
রাসূলুল্লাহ (সাঃ)-এর বিছানা কেমন
ছিল? তিনি বললেনঃ তাঁর বিছানা
ছিল খেজুরের ছাল ভর্তি চামড়া
নির্মিত। হযরত হাফসা (রাঃ)-কে
জিজ্ঞাসা করা হলঃ আপনার ঘরে
বিছানা কেমন ছিল? তিনি বললেনঃ
আমি একটি চটকে দু’ভাঁজ করে তাঁর
নিচে বিছিয়ে দিতাম। একদিন আমি
সেটিকে চার ভাঁজ করে বিছিয়ে
দিতে চাইলাম, যাতে বিছানাটি একটু
নরম হয়। তাই করলাম, প্রত্যুষে
রাসূলুল্লাহ (সাঃ) জিজ্ঞেস করলেনঃ
তুমি রাত্রে আমার নিচে কি
বিছিয়েছিলে? আমি আরয করলামঃ
সে চট-ই ছিল। তবে একে চার ভাঁজ করে
দিয়েছিলাম, যাতে নরম হয়।
রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ একে
আগের অবস্হাতেই থাকতে দাও।
তোমার আজকের এই নরম বিছানা
রাত্রিতে আমার তাহাজ্জুদ নামাযে
প্রতিবন্ধক হয়েছে।
- শামায়েলে তিরমিযী
## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে
দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয়
থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের
আলোকচ্ছটায়।
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন