দুর্বিনীত এক চোর (প্রতিভাচোর!)
লিখেছেন লিখেছেন udash kobi ২৩ মার্চ, ২০১৬, ০১:৩৬:১২ রাত
মাথাভর্তি বুদ্ধি আমার, দীপ্ত সেরা বদন
প্রতিভাতে গা চুলকায় মেধা আর মনন
কষ্ট করে লিখতে হয় না কবিতা আর ছড়া
কপি-পেস্টের এই যমানায় কিসের লেখাপড়া
সিঁধেল চোরের কষ্ট দেখে বলছি তাকে গাধা
ঋণখেলাপী, রাজটিকাতে হই যে আঁতেল দাদা
কলম দিয়ে খোঁচা মেরে করছি পুকুর চুরি
সুখটান আর বখশিসে বাড়াই পেটের ভুঁড়ি
উন্নয়ণের গীত শুনিয়ে পড়ের রেকর্ড বাজাই
আম-জনতার রক্ত দিয়ে নিজের ঘরটা সাজাই
প্রতিভাতে সেরা আমি, দুর্বিনীত এক চোর
আমার চোখের ঘুমে আজ লাগছে সবার ঘোর!
বিষয়: সাহিত্য
১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন