হাউজ অব লর্ডসে 'ব্রিকলেন : বাড়ি-টু-বাসা' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ২৩ মার্চ, ২০১৬, ১২:৫৬:৩১ রাত

প্রফেসর শাহগীর বখত ফারুক রচিত 'ব্রিকলেন : বাড়ি-টু-বাসা' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২২ মার্চ মঙ্গলবার দুপুরে হাউজ অব লর্ডসের কমিটি রুমে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি বৃটিশ পার্লামেন্টারিয়ান, ব্যারোনেস, কাউন্সিলার, কমিউনিটির লিডার, সাংবাদিক ও সূধীজনের এক মিলনমেলায় পরিণত হয়েছিলো।

সকলেই "বি্র্রকলেন : বাড়ি-টু-বাসা" গ্রন্থটির বহুল প্রচার কামনা করে বলেন, এটি হবে মিরর অব দ্যা বাঙালি কমিউনিটি। আয়নায় তাকালে যেমন আমাদের মুখচ্ছবি ভেসে ওঠে, তেমনি এই বইয়েও আমরা আমাদের বাঙালি কমিউনিটিকে দেখতে পারবো। আজ থেকে অর্ধ শতাব্দি আগে কেমন ছিলো আজকের কারি ক্যাপিটাল খ্যাত বি্রকলেন, কেমন ছিলো আজকের বাঙালি কমিউনিটি- জনাব শাহগীর বক্ত ফারুক তাঁর এ গ্রন্থে অত্যন্ত সুন্দরভাবে তা লিপিবদ্ধ করেছেন। আগামী প্রজন্মের জন্য এটি হবে একটি রেফরেন্স বুক, একটি দলিল, একটি ইতিহাস।

বিষয়: বিবিধ

৯৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363319
২৩ মার্চ ২০১৬ রাত ০১:৪৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
363427
২৩ মার্চ ২০১৬ রাত ০৮:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File