নিজভূমিতে পরবাস!
লিখেছেন লিখেছেন udash kobi ১১ ডিসেম্বর, ২০১৫, ০১:২০:১৪ রাত
নিজভূমিতে পরবাস
- আহমাদ সা-জিদ(উদাসকবি)
*****************************
বুকটা এখন করে খা খা, নিত্য রক্তক্ষরণ!
নিজ ভূমিতেই পরবাসী স্বাধীকায় সূর্যগ্রহণ!!
প্রগতির ধীর গতি
স্মিত হেসে রূপবতী
পরের ধন চেটে-পুটে, করছে বস্ত্র হরণ!
জনতা বোকা সেজে
তেল ছাড়া মাছ ভেজে
গলাতে আটকে কাঁটা করছে কারাবরণ!
বাতাসে ভাব রটিয়ে
আবেগের পাঠ চুকিয়ে
উন্নয়ণের গীত শুনিয়ে ভুলায় ব্যকরণ!
বিষয়: সাহিত্য
৭৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন