নির্বাচনে মহিলাপ্রার্থিদের প্রতিক
লিখেছেন লিখেছেন চিলেকোঠার সেপাই ১১ ডিসেম্বর, ২০১৫, ০১:১২:২৪ রাত
নারিবাদিদের মনস্তত্ত্ব আমাকে সব সময়ই কৌতুহলি করে।
তারা নিজেরা মেয়েদের কাজকে ছোট মনে করে, আর ছেলেদের কাজদের খুবই উচ্চ কিছু মনে করে। আবার তারাই নিজেদের মেয়েদের অধিকার আদায়ের ইজারাদার ভাবে।
আসছে স্থানিয় সরকার নির্বাচনে মহিলাপ্রার্থিদের প্রতিক দেওয়া হয়েছে পুতুল, চকলেট, চুলা, আঙ্গুর, কাচিঁ, মৌমাছি, হারমেনিয়াম। তাদের মতে এগুলা প্রতিক দিয়ে মেয়েদের অসন্মান করা হয়েছে।
আমার যতদূর মনে পরে ছোটবেলায় যখন পাবনা ছিলাম তখন পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান, মেম্বারদের প্রতিক ছিল- গরুর গাড়ি, হাতি, মোরগ, ছাতা, দোয়াত-কালি, কাস্তে......
তাদের মতে এগুলা সম্মানজনক আর নারিদের যে প্রতিক দেওয়া হয়েছে সেগুলা অসম্মানজনক।
বুঝলাম যুক্তিটা কি?
বিষয়: বিবিধ
৯৮৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরকম প্রতীকের প্রার্থীকে মহিলারা যদি একচেটিয়া ভোট দেয় তাহলে তার জয় নিশ্চিত ।
আর যদি কেউ গহনা , টাকা .... এরকম প্রতীক নিয়ে নামে তাহলে তো কথাই নেই ।
মন্তব্য করতে লগইন করুন