আবেগ আর যুক্তি বনাম ধর্ম আর রাজনীতি

লিখেছেন লিখেছেন udash kobi ০৯ ডিসেম্বর, ২০১৪, ১১:৫৭:৩৮ রাত

আমরা চলি আবেগ আর ভ্রান্ত মনের যুক্তিতে

মানতে চাই না আইন-কানুন আর দেশকৃষ্টি-

মুক্ত হয়ে উদার ভাবনার মুক্তিতে।

নীতি কথায় যাই বলুক, শিখলাম যা বই পড়ে

আস্তাকুঁড়ে ফেলে সেসব, এগিয়ে যাব রক্তক্ষরে

মানলে তুমি সরল পথের সকল চাওয়া- দাবি

বোকা তোমায় ভাববে তারা, সারল্যতার চাবি

আবেগ দিয়ে চলি আমরা, মানবতায় দিয়ে কবর

পাশের লোকের অসহায়ত্বে-

দুখি গরীব অবলাদের নিই না কোনো খবর।

ধর্ম মানি যুক্তি দিয়ে, রাজনীতিতেও তাই করি

আরবদেশের খোলস পড়ে, ভন্ডামীতে পেট ভরি।

কী যে আছে ধর্মকথায়, যাই না তার গভীর তলে

আবেগ দিয়ে প্রেমিক সেজে রাত্রি ভেজাই চোখের জলে।

সংবিধানে কী যে আছে, মানবতা! মানে কী তার

জনগণের হকটা কী? জানি না কী মানবাধিকার।

তবুও আমরা ভাল আছি, রক্ত দিয়ে গড়ছি জোট

গমচোরদের মাল‌্য দিয়ে, রাজ-দস্যুদের দিচ্ছি ভোট।

আইন-কানুনের ধার ধারি না, নেতার মাথায় দিচ্ছি তেল

তিনিই আমায় করবেন পার, হোক না ফাঁসি কিংবা জেল।

নেতার চোখে চাওয়া-পাওয়ায়

কর্মীসমাজ আর আম-জনতায়

দলের পূজোয় দেশের সেবা, নেতা তোমার মুক্তিতে।

চলছি আমরা আবেগ দিয়ে, ভ্রান্ত মনের যুক্তিতে!!

বিষয়: সাহিত্য

৯৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292876
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩২
রফিক ফয়েজী লিখেছেন : সমসাময়িক বিষয়কে উপজীব্য করে কাব্য রচনায় অনেক অনেক ধন্যবাদ।
292909
১০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৬:৪০
নোমান২৯ লিখেছেন : Happyঅসম্ভব সুন্দর| Applause Applause Thumbs Up Thumbs Up ধন্যবাদ Rose Rose Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File