নাম মেয়েটির মিথি
লিখেছেন লিখেছেন udash kobi ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৬:৩০:৪৫ সন্ধ্যা
নাম মেয়েটির মিথি
- আহমাদ সা-জিদ (উদাসকবি)
তিলোত্তমা!রূপ-কুমারী, নাম মেয়েটির মিথি
ঢেউ খেলানো দীঘল চুলে, নেইকো কোনো সিঁথি!
মুখখানি তার মায়াভরা, সবুজ শ্যামল মাঠ
মন জুড়ানো দুই চোখে তার শিশুর সরল পাঠ!
নীল দিগন্তের সেই কোটরে, পাহাড়ী ঝর্ণা নামে
কুসুম রঙে দেহাবরণ, ভাসছে সোনা খামে
তার হাসিতে চাঁদের আলোয়, আঁধার কাটে রাত
রিনিঝিনি শঙ্খ নাচে, বিভূষণীর হাত!
সহপাঠীর মনের রাণী, ডানা কাটা পরী
কেউবা বলে ক্লিউপেট্রা, স্বর্গীয় অপ্সরী!
কন্ঠে তার বীণার সূরে, পাখির কলতান
বাঁকা ঠোঁটে মুচকি হাসি, মনাহতের বাণ!
মন ভূলানো আর কে আছে তাহার মত কেউ
হাঁটার পথে প্রলয় নাচন, রূপ সাগরের ঢেউ!
দেহের শোভায় নূরের ছটা, আঁধার পালায় দূর
সে যে আকাশ থেকে নেমে আসা জান্নাতী এক হুর!
..................................................
.................................................
************************
খালার বাসায় গিয়েছি,সাথে ছিল আমার লেখা বই "মহা পাঠশালা"। খালাতো বোন মিথি বলল, ভাইয়া আপনার লেখায় কত চরিত্র! কিন্তু আমার নামে কোনো চরিত্র নেই কেনো? কোনো লেখকের লেখাতেই পাই নি, শুধু আপুর নামে (সাথী) সবাই লেখে। আগামীতে কোনো উপন্যাস লিখলে আমার নামে নায়িকা রাখবেন। বললাম ,ঠিক আছে........
উপন্যাস লেখার সময় পাচ্ছি না, কবিতায় আনলাম তার চরিত্র!
........................................................ কবিতাটি
ছোট বোন মিথির উদ্দেশ্যে!
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া !ওতো আপনাকে বিরাট কবি বানাল ?
মন্তব্য করতে লগইন করুন