কান টানলে মাথা আসে (কৌতুক)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৬:৫২:৫৪ সন্ধ্যা
চক্ষুরোগ
দাঁত কিড়মিড় করতে করতে ডাক্তারের চেম্বারে ঢুকলেন হাছিনা বেগম। চিৎকার করে বললেন, ‘কোথায়? ওই হতচ্ছাড়া চোরটা কোথায়? ডাকুন ওকে।’ চোখ কপালে তুলে বললেন ডাক্তার, ‘কিসের চোর? কোন চোর?’ হাছিনা বললেন, ‘আমার এত সুন্দর বিদেশি ঘড়ি চুরি হয়ে গেল, আর আপনি বলছেন কিসের চোর?’ ডাক্তার: কী করে বুঝলেন, আমার এখানেই চুরি হয়েছে? হরিপদ: আপনার কর্মচারীদের মধ্যে কেউ আমার ঘড়িটা বদলে দিয়েছে। এটা কিছুতেই আমার ঘড়ি হতে পারে না। এটা দেখতে অত্যন্ত কুৎসিত এবং নকশাটাও জঘন্য। ডাক্তার: হুম। তার মানে আপনার চোখের অস্ত্রোপচার সফল হয়েছে।
০২
রিওয়াইন্ড মুড
সর্দারজি একদিন বলছেন তাঁর বন্ধুকে—জানিস, বউয়ের সঙ্গে ঝগড়া হলে আমি কী করি?
বন্ধু: কী করিস?
সর্দারজি: আমাদের বিয়ের ভিডিও দেখি।
বন্ধু: কেন?
সর্দারজি: কারণ, আমি ভিডিওটা ‘রিওয়াইন্ড’ মুডে দেখি। সবকিছু উল্টো হতে থাকে। আমার স্ত্রী হাত থেকে আংটি খুলে ফেলে, আমাকে রেখে গাড়িতে উঠে চলে যায়। দেখতে বড় ভালো লাগে!
০৩
কান টানলেই মাথা আসে
পন্ডিত মশাই একবার মহারাজের কাছে তার ছেলের বিরুদ্ধে নালিশ জানিয়ে বললেন, আপনার ছেলে মোটেই লেখাপড়া করছে না! পড়ার সময় এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর লেখাপড়ায় ওর মাথায় একেবারেই আসে না।
রাজা ছেলের ওপর প্রচন্ড রেগে গিয়ে পন্ডিত মশায়কে বললেন, এবার ও যদি পাঠশালায় যায়, বেশ কষে কান টানবেন।
মহারাজের কথা শুনে গোপাল সঙ্গে সঙ্গে বলল আপনি যথার্থই বলেছেন, কান টানলেই মাথা আসে। সকলে তখন হেসেই লুটোপুটি।
বিষয়: বিবিধ
১২৮১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাজিরা দিয়ে যাচ্ছি শুধু! ব্যর্থতার ঝন্জ্বাবাদে দিকভ্রান্ত আমি- সঠিক পথ খুজেই পাচ্ছি না যেন!
দোয়া চাই শ্রদ্ধেয় নোমান২৯ ভাইয়া!!!
১-৭
২-৮
৩-৭
নাম্বার দিলুম! ) )
মন্তব্য করতে লগইন করুন