ওরা জানোয়ার! তার চেয়েও বুঝি নিকৃষ্ট!

লিখেছেন লিখেছেন udash kobi ০১ ডিসেম্বর, ২০১৪, ০৭:০৯:২৭ সন্ধ্যা

- আহমাদ সা-জিদ (উদাসকবি)

ঘুমন্ত মানুষের উপর যারা চালায় মরণাস্ত্র

ওরা নয় মানব-রক্তে; মানে না কোনো শাস্ত্র!

পাখির মত মানুষ মারে

বুলেট ছুঁড়ে নির্বিচারে

যারা ধরে টুঁটি মানবতার; অত্যাচারের শেষ বিন্দুতে

উল্লাসে সাতার কাটে, রক্তের সিন্ধুতে!

ওরা নয় মানুষ! পশুও অনেক ভালো

শুভ্র, শান্ত রাতকে ওরা বানায় নিকষ কালো!

যারা লুটে মানবাধিকার; অবলার সম্ভ্রম

ওরা নয় মানুষ! হিংস্রও বুঝি উত্তম!

বুটে পিষে মানবতন্ত্র

মানে না স্বাধীনতা; বুঝে না শাসনতন্ত্র!

শুধু অত্যাচারের খড়গ হাতে; নির্মমতায় করে নব সৃষ্ট

কখনো নয় মানুষ! ওরা জানোয়ার! তার চেয়েও বুঝি নিকৃষ্ট!

রক্ত ক্ষরিত মনে প্রতিশোধের বাতি জ্বলে

মানে না প্রবোধ; জিঘাংসার যাঁতাকলে!

জ্বলে না সবুজ বাতি, লাল হলুদ পেরিয়ে

বুকটা চৌচির! অন্তরাত্মা যায় বেরিয়ে!

ধিক্! অপারেশন সার্চ লাইট! তোরা হ" বরবাদ

রক্ত সাগর পেরিয়ে পাই মুক্তি! স্বাধীনতা জিন্দাবাদ!

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290308
০১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
সুশীল লিখেছেন : মাইনাস
০২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
234321
udash kobi লিখেছেন : Thank you very much.<:-P
290321
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up
০২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২১
234325
udash kobi লিখেছেন : Thanks
290381
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৮
সালসাবীল_২৫০০ লিখেছেন : চমৎকার হয়েছে! ধন্যবাদ
০২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২২
234326
udash kobi লিখেছেন : Thank you.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File