সংগৃহীত কৌতুক (সাংবাদিক হরিপদ)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ০১ ডিসেম্বর, ২০১৪, ০৭:১৭:০১ সন্ধ্যা
০১
আলোকচিত্র সাংবাদিক হরিপদ মহাসড়ক ধরে ছুটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন, পথিমধ্যে এক জায়গায় ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। জানা গেল, হতাহতের ঘটনাও ঘটেছে। করিৎকর্মা হরিপদ ভাবলেন, দুর্ঘটনাস্থল থেকে চটজলদি কিছু ছবি না তুললেই নয়। ক্যামেরা হাতে এগিয়ে গেলেন তিনি। এদিকে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। হরিপদ ছবি তুলবেন কি, ঘটনাস্থলের কাছাকাছি যাওয়াই দায়।
ফন্দি আঁটলেন হরিপদ। উঁচু গলায় বলতে শুরু করলেন, ‘দেখি ভাই, আমাকে একটু সামনে যেতে দেন। যিনি মারা গেছেন, তিনি আমার অত্যন্ত আপনজন…একটু সামনে যেতে দিন।’ হরিপদকে জায়গা করে দিল লোকজন। হরিপদ সামনে গিয়ে দেখলেন, দুটো ছাগল মরে পড়ে আছে!
সংগৃহীত
০২
ঝন্টু বলছে মন্টুকে—জানিস, লিপি আমার হূদয় ভেঙে দিয়েছে। কিন্তু আমার চেয়ে ও বেশি কেঁদেছে।
মন্টু: কেন?
ঝন্টু: কারণ, প্রতিবাদস্বরূপ আমি ওর নতুন আইফোনটা ভেঙে দিয়েছি।
০৩
স্ত্রী: বলো তো, স্বামী ও গাধার মধ্যে পার্থক্য কী? স্বামী: স্বামী গাধা হতে পারে। কিন্তু গাধাও এত বড় গাধা নয় যে সে স্বামী হবে! -
বিষয়: বিবিধ
১৩৩৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুই নম্বর টা করতে পারলে কতজনের ভাল লাগত!!
আর তিন নম্বরে..... দির্ঘশ্বাস!
পোস্টের শিরোনামটি সুন্দর।
হাসির খোরাক যোগান দেয়ার সাথে সাথে হরিপদ ঝন্টু-মন্টু নাম ব্যব হার ভাল লেগেছে!!
মন্তব্য করতে লগইন করুন