জিহাদি না কিতালি?
লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:০৫:৩৩ বিকাল
হামাস স্পষ্ট ভাবেই বলেছে আইএস পশ্চিমাদের সৃষ্টি। আইএসের লক্ষ্য দেশে দেশে ব্রাদারহুড সহ সমমনা রাজনৈতিক ইসলামী আন্দোলনকে নস্যাৎ করা।
সিরিয়ায় খোদ ব্রাদারহুড সমর্থিত গ্রুপ বিপ্লবের চেষ্টা করছে। সূতরাং সিরিয়ার ব্যাপারে ব্রাদারহুডের বক্তব্য এবং আল কারজাভির জিহাদের ফতোয়াকে আপনারা আইএসের পক্ষে ব্যাবহার করে সাধারন মানুষকে ধোকা দেয়ার যে কৌশল নিয়েছেন তা অনৈসলামিকই নয়, অনৈতিক।
হামাস যেই ব্রাদারহুডের কথা বলেছে, সেই ব্রাদারহুডই বাংলাদেশের জামায়াত-শিবির তা নিয়ে কিতালিদের সন্দেহ আছে বোধহয়।
আর জামায়াত শিবিরের বিরুদ্ধে, জামায়াত শিবিরের ইসলামী সমাজ বিনির্মানের আন্দোলনকে নস্যাৎ করতে এদেশে কারা কাজ করছে তাও বুঝে নেয়া যায় খুব সহজেই।
সিরিয়ান ব্রাদারহুডকে যারা নিত্যদিন আমেরিকার দালাল বলে মহা জিহাদি সাজতে চায়, সেই তারাই ব্রাদারহুডের মিশর বিপ্লবকে নস্যাতে প্রতিবিপ্লবের আয়োজন করেছিলো ভেতর থেকে। এরাই সেই দেশকে অস্থিতিশীল রাখতে অধৈর্যপূর্ণ আবহাওয়া তৈরি করে অন্ধআবেগী সাধারন মানুষের মাঝে দ্রুত কোরানকে সংবিধান করার তাগাদা দিয়েছিল। অথচ এরাই সংবাধান চেঞ্জ করা মুরসি ও ব্ররাদারহুডের দ্রুত পতন ও সমূহ বিপদে কেউ চুপ করে আছে, কেউ পশ্চিমাদের যুক্তির খোরাক তথা "জংগি" আমদানি করেছে! অথচ এযাবত কাল মিশরে এত এত নৃশংসতা হল! অথচ সেদেশে কিতাল ফরজ হয়নাই! কিতাল ফরজ হয়ে গেল ইসলামপন্থীদের ক্ষমতা গ্রহনের সাথে সাথেই!!
হায়রে! এরা এতদিন গণতন্ত্রের দোহাই দিয়ে, অস্ত্র ধারন না করার জন্য তিরস্কার করে যে ব্রাদারহুডের সমালোচনা করত। সেই ব্রাদারহুডের পক্ষে অবস্থান নিয়েছে খোদ আজন্ম মুজাহিদ হামাস! আর বিপক্ষে গিয়েছে কিতালিদের!
হামাসও বুঝি জিহাদের কুরআনিক ব্যাক্ষ্যা ঠিক মত বুঝেনাই, যেমন বুঝেছে সাম্প্রতিক কিছু লাফাংগা উজবুকের দল!!
এখন কিতালিরা খোদ ব্রাদারহুড ও কারজাভির বক্তব্যকে নিজেদের অকর্ম-কুকর্মের বৈধতার দলিল করে বয়ান ঝাড়ছে!!
মুখের থু থুও দেইনা তোমাদের চাপাবাজির ও দ্বিচারিতার দিকে!
খুব তো জামায়াত-শিবিরের হেকমতের বিরুদ্ধচারন করে বেড়ান! ফেসবুকে ফেইক আইডি দিয়ে মুখ ঢেকে রাখছেন কেন? নিজের পরিচয় দিয়ে বীরত্ব দেখান! আপনারা না মুজাহিদ বাহিনী? আপনারা তো ডিরেক্ট জিহাদের পক্ষে না? জামায়াত ও ব্রাদারহুডের কৌশল আপনার পছন্দ না।
সরাসরই সামনে আসুন। আজ জিহাদ করছেন মুখ ঢেকে? আপনাকে উতসাহ দেয়া ওই আইডির পেছনে সিআইএ বসে নেই তার গ্যারান্টি কোথায়? প্রবাসী তরুন নাফিসের পরিনতি ভুলে গেলেন? মিশরের পরিস্থিতিও আপনাদের একদন্ড ভাবনার অবকাশ দেয়না?
এত মুখ ঢেকে জিহাদ হলে, তুরস্কের দোষটা কোথায়?https://www.facebook.com/photo.php?fbid=793001067435050&set=pcb.793001494101674&type=1&theater http://www.facebook.com/photo.php?fbid=793001117435045&set=pcb.793001494101674&type=1&theater
(কিছু অতি বিপ্লবীর ইদানিংকার হঠাত বাড়াবাড়ি দেখে অতিষ্ট হয়ে গেছি। কিছু ক্ষুদ্ধ উচ্চারণ করে ফেলেছি, ভুল হলে ক্ষমা করে দেবেন প্লিজ।)
বিষয়: বিবিধ
১০৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন