কী বলে বোঝাব তাকে!
লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:২৭:৪৩ দুপুর
আপনি যা যা বোঝাবেন ঠিক তাই বিশ্বাস করে নেবে ও!
কারন বড়দের কাছ থেকে কোনদিন সে হতাস হয়নি, তাকে হতাস করা হয়নি। বাবা যা বলতেন তাই পালন করতেন। মা যা বোঝাতেন সত্য হয়ে তাই তার কাছে ধরা দিত প্রতিদিন।
সেই ছোট্ট শিশুটি!
যাকে বোঝানো হয়েছিলো 'তোমার বাবা ঘুমিয়ে আছেন!' জেগে উঠলেই আবারও তোমায় স্নেহের সাগরে ভাসাবেন! আবারও আদর করে সোহাগ করে মিষ্টি চুমু দিয়ে ভরে দেবেন তোমার গাল!
কিন্তু আজও বাবার ঘুমটিই ভাংছেনা...! কত ঘুম কাতুরে হয়েছে বাব! আর যে তর সইছে না! বাবার কবরই তার সকল 'আশার স্থল'!!
তাইতো!!
বাবার কবরকে ঘিরেই তার এই হাসি, এই আহ্লাদ আজ আছড়ে পড়েছে!
বাবা ঘুমিয়ে আছেন!
তার হাসি-খেলায় বাবার ঘুম যে ভেঙে যাবে!
উঠলেই তার পাওনা চুমু...
দুনিয়ার কঠিন হিস্রতা তার কচি মন জানে না।
তাকে এই শান্তনা না দিয়ে কী উপায় ছিলো স্বজনের?
বুকে হাত দিয়ে বলুন তো!
আপনি কি পারবেন তাকে সত্যটা বলে দিতে- 'খোকা! তোমার বাবাকে র্যাব নামক হায়েনার দল ধরে নিয়ে নির্মম ভাবে হত্যা করেছে! তোমার বাবা! যার ভালোবাসায় পুরো এলাকা ভরে থাকত একদিন! তোমার বাবা, যার আদর্শ এলাকার মানুষকে নতুন করে সততার দীক্ষা দিতো...তিনি আর ফিরবেন না! তুমি তোমার মায়ের কাছে, ঘরে ফিরে যাও"
কী করে তাকে সত্য টি বলবেন?-
সে যেখানে খেলছে সেটা খেলার যায়গা নয়! সেটা একটি কবর! মানুষ মারা গেলে তাকে মাটির নিচে রেখে আসা হয় সবার অলক্ষ্যে পঁচে মাটি হবার জন্য!
তার বাবাটা যে আর কোন দিনই ফিরে আসবে না!- পারবেন বলতে?!
ছোট্ট ছেলেটার এই হাসিমাখা, আনন্দ উচ্ছ্বাসের সুর, কী শেলের মত বিঁধছে আজ!! যখন শাহাদাতকে কবরে রেখে ফিরছিলেন তার সঙ্গীরা তখন শিশুটি বলছিল-
“ আমার আব্বুকে তোমরা এখানে রাখছ কেন, আব্বু যে ভয় পাবে? আব্বু কি এখানে ঘুমাবে? আব্বুকে বাড়িতে নিয়ে চলো, আমার খাটে আব্বু ঘুমাবে? আব্বুকে রেখে আসলে কেন? আব্বু কেও নিয়ে আস।”
শহীদ শাহাদাত আজ সত্যিই শাহাদাতের পেয়ালা পান করলেন।
হায়েনাদের হিংশ্রতায় চলে গেছেন তার কাংখিত গন্তব্যেই।
কিন্তু যে কঠিন দৃশ্য এ দুনিয়া দেখল, তার জবাব কি আছে বর্তমান র্যাপিড একশন ব্যাটেলিয়ন, র্যাবের কাছে?
বিষয়: বিবিধ
১০৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অশ্রু সম্বরণ করা দু্ঃসাধ্য!
আল্লাহতায়ালা সবাইকে তার ন্যায়সংগত পাওনা একদিন অবশ্যই দিবেন ইনশাআল্লাহ
ইনশাল্লাহ, আল্লাহ সেই ওয়াদা করেছেন। তিনি উত্তম অভিভাবক।
মন্তব্য করতে লগইন করুন