বাংলাদেশে ওপর শোষণ কী ফুরোবে?

লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ২৬ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৬:০৬ রাত



এ ভূখন্ডটি ঐতিহাসিক ভাবেই সরল মানুষের বাসস্থান!

'সরলতা' বুঝি মনসিক আনন্দ দিলেও বাইরের দুনিয়ায় লাঞ্ছিত করে। ঠিক যে, সরল মমতাময়ী মায়ের চোখ ফাঁকি দিয়ে অতি কষ্টে জমানো তার ডিম বেঁচা টাকাগুলো হাতিয়ে নেয়া সন্তানের অবধারিত চালাকি!

সে দস্যি ছেলে জানে মা তার টের পেলে বড় জোর একবেলা মুখ কালো করবে!

এরপর?

আবারও ডাকবে- খোকা ডিম ভাজি হয়েছে, আয়!

আমি জানিনা কী ভাবে নেবেন, আমাদের জাতীয় সরলতার বিপরীতে আমার ভাবনায় আসা বিষয়টাকে-

আমরা বঞ্চিত হয়েছি এই সহনীয় মানসিকতার কারনেই! বঞ্চিত হয়েছি কারন সবাইকেই আমরা সহযে মাফ করে দিই!

ফলে টিপটপ মায়ের আদুরে কিন্তু অপরাধে ভীত ও মানসিক নম্র সন্তানটির মত করে ঐ লোকটিকে কিংবা ঐ সমাজ ও ঐ ভিন জাতিকে পাইনা আমরা কখনই।

একটি আত্মবঞ্চনার চেইন যেন গড়ে দিই আমরাই!

ফলে একসময়ের সর্বভোলারাও হয়ে ওঠে সর্বহরা!

এত মায়া আসলে মায়ের জন্যেই কেবল মানায়, অপাত্রে ঢালা আমাদের মায়াগুলো যে বড়ই বেমানান!

কবে আমরাও অন্যদের মত জাগতিক উন্নতিটাও দেখতে পাব?

একতরফা ছাড় দেয়ার সুযোগ গ্রহনের শেষে কেউ আড়ালে গিয়ে টিটকারি করতে পারবেনা- "পাগলের সুখ মনে মনে!"



বিষয়: সাহিত্য

১০২৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297210
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:০৬

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আমরা বঞ্চিত হয়েছি এই সহনীয় মানসিকতার কারনেই! বঞ্চিত হয়েছি কারন সবাইকেই আমরা সহযে মাফ করে দিই!

হাহা, সামান্য হজ্জ নিয়ে নিজ মতামত ব্যাক্ত করলে- কল্লা চাই।
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৪
240786
রাহমান বিপ্লব লিখেছেন : আপনি মুক্তিযুদ্ধকে আপমান করেছেন ঠিক যেমন লতিফ সিদ্দিকী অপমান করেছে।

আমার উপলব্ধি সঠিক না হলে আপনার বেচে থাকার কোন সুযোগ ছিলোনা। স্বাভাবিক বিচারিক প্রকৃয়ায় আপনি ফাশিতে ঝুলতেন।

অথবা আপনার মত নাস্তিকের জন্মও হতনা।
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৫
240790
রাহমান বিপ্লব লিখেছেন : আপনি মুক্তিযুদ্ধকে আপমান করেছেন ঠিক যেমন লতিফ সিদ্দিকী অপমান করেছে।

আমার উপলব্ধি সঠিক না হলে আপনার বেচে থাকার কোন সুযোগ ছিলোনা। স্বাভাবিক বিচারিক প্রকৃয়ায় আপনি ফাশিতে ঝুলতেন।

অথবা আপনার মত নাস্তিকের জন্মও হতনা।
297212
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৩৩
সামসুল আলম দোয়েল লিখেছেন : যে কোনো ক্ষেত্রেই হোক, যে কোনো জায়গায় হোক, যে কোনো ওয়েবপেজ আর ব্লগ হোক সেখানে একটা নীতিমালায় বলা হয় *(এমনকি এই ব্লগের নীতিমালায়ও আছে)কোনো জাতি বিদ্বেষি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিছু করা বা লেখা যাবে না। তারপরও আমাদের দুর্ভাগ্য! আমরা বর্ণ আর ধর্ম বিদ্বেষী লেখা লিখে যাচ্ছি। যে বিষয়ে কোনো যোগ্যতা নাই, সেই বিষয়েও লিখছি....
আফসোস, নীতিমালা সত্ত্বেও কিছু ব্লগার এই নীতি লঙ্ঘন করেও পার পাচ্ছেন। মনে হয় (দেশের আইনের মতো) নীতি মালাই সার !এডমিনের এক্ষেত্রে উদার!!!

আপনার লেখা পড়ার পর মন্তব্যের লেখা পড়ে মনটাই নষ্ট হয়ে গেলো। ধন্যবাদ
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৫
240789
রাহমান বিপ্লব লিখেছেন : সহমত

আমি দুঃখিত! প্রায়ই এই জাতীয় সমস্যা আমার পেজে এসে পড়ছে।
297388
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০২:০৪
সামসুল আলম দোয়েল লিখেছেন : স্বাগতম
Rose
২৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৪
240876
রাহমান বিপ্লব লিখেছেন : জাজাকালাহ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File