এবার নানিয়াচরকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা চাকমাদের!
লিখেছেন লিখেছেন রাহমান বিপ্লব ১৯ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৫:০৩ রাত
ছবি-১
সম্পতি বিজয় দিবসের আগের দিন তথা ১৫ ডিসেম্বর বাঙ্গালীদের পাহাড়ি ১২ একর জমিতে ফলবান সাড়ে ৪ লাখ ফলবান আনারসের গাছ ও ২২ হাজার সেগুন গাছ রাতের ব্যবধানে প্রায় ৩০০ ইউপিডিএফ এর সন্ত্রাসীরা কেটে ৫ বাঙ্গালী কৃষককে নিঃস্ব করে দেয়!
বিজয় দিবসের দিন সকাল বেলা কৃষকেরা তাদের জমিতে গিয়ে থ বনে যান! প্রতিবছর এভাবে শত শত কৃষক স্বর্বশান্ত হন চাকমাদের স্বশস্ত্র দল জেএসএস ইউপিডিএফ সহ নাম নাজানা অসংখ্যা দল-উপদলীয় সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা জমির ফসল কাটা বা গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়ার মাধ্যমে। পাহাড়ে উঠতে বসতে চাঁদা দিতে হয় সকল বাঙ্গালীকে। তাছাড়া উপজাতী চাকমাদের দ্বারা গঠিত এসব স্বশস্ত্র বিদেশী সমর্থিত সন্ত্রাসী দলের কারনে যেকোন সময় খুন-গুম-ধর্ষণ হয়ে যাওয়া স্বাভাবিক নিত্য ঘটনা।
এভাবেই দিন কাটে বাঙ্গালী কৃষকদের। কোন দিন কিছু বলতে গেলে সরকারী বাঁধা ও আইন শৃংখলার অযোগ্য বাহিনীগুলোর কারনে মুখফুটে কিছুই বলতে পারেনা।
দিন দিন বাড় বাড়ন্ত এসব গোষ্ঠীর বিরুদ্ধে এবারই বাঙ্গালী কৃষকরা একজোট হয়ে সন্ত্রাসীদের বাড়িতে গিয়ে আক্রমণ করে। পার্শ্ববর্তী ইউপিডিএফ সন্ত্রাসীদের গ্রামে গুটিকয়েক ১০-১২ টি ঘরের মাঝে ৭ টি ঘর ও দোকান ভাংতে না ভাংতেই উপজাতিরা নিজেদের ঠুংকো ভাসমান বাড়িতে নিজেরা আগুন লাগাতে শুরু করে! পরে জানা যায় কে বা কারা স্থানীয় কোন এক পুজা মন্ডোপে হামলা করেছে!!
সাথে সাথে মিডিয়ায় রটে গেল- বাঙ্গালীরা শত শত উপজাতীদের বাড়িঘরে আগুন দিয়েছে!!
উপজাতিদের সচরাচর অপপ্রচারের অংশ হিসেবে রীতিমত "আদিবাসী" নাম দিয়ে আর বাঙ্গালীদেরকে "বহিরাগত" স্মবোধন করে প্রচার করা হল প্রথম আলো গং, বিবিসি বাংলার মত পশ্চিমা অর্থপুষ্ট মিডিয়ায়!
মুহুর্তেই চেপে যাওয়া হল- এ অঞ্চলে এক বিশাল ক্ষতি হয়ে যাওয়া কৃষকদের দুঃখ গাথা! ভুলে যাওয়া হল এ অঞ্চলে চলমান চাকমাদের দ্বারা নিত্য চাঁদাবাজি-খুন-গুম-অপহরন-ধর্ষণের মহোৎসবের কথাগুলো! মুহুর্তেই সন্ত্রাসীরা হয়ে গেল "আদিবাসী" আর চিরোদিন চলে আসা নিত্য নির্যাতিত বাঙ্গালীদের বানিয়ে দেয়া হল "সন্ত্রাসী"!!
সন্ধ্যা নাগাদ ফেসবুকে ছড়িয়ে পড়ল আসল ঘটনা!
উপজাতিদের লুটপাট আর আগুন লাগানো এ যাবতকালের ছবিগুলোর সাথে সাথে উঠে আসতে থাকল সেই বিরাট ফসলি জমির কর্তণকৃত ফসলের চিত্রের পাশাপাশি বিশাল বৃক্ষ নিধনের দৃশ্য! "প্রথম আলোর" নিউজ আকলাইন থেকে সরিয়ে নেয়া হল সাথে সাথে!
কিন্তু বাকী মিডিয়ায় থেকে গেল আগের মতই মিথ্যাচারী হলুদ সংবাদ!!
=> বর্তমান চিত্র-
এখন সবাই জানেন সেদিন কীভাবে বাঙ্গালীদের নিঃস্ব করে দেয়া হয়েছে! তাই বরাবরের মত ধর্মীয় উস্কানির হাতিয়ার ব্যবহার শুরু হল মিডিয়ায়!
'কে বা কারা মন্ডপ ভেঙ্গেছে' প্রশ্নের উত্তরটি যেন স্পষ্ট হল এবার, "কাদের সেটার ডিমান্ড আছে"; তা বুঝতে পারার মাধ্যমে।
নিচের ছবিটিই কি সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না?
২০১২ সালের ছবিকে আবার কখনো রামুর ছবিকে নানিয়াচরের ছবি বলে প্রচার করে সাম্প্রদায়িকীকরনের মাধ্যমে মুছে দিতে চায় বাঙ্গালীদের জমিতে কেটে ফেলা প্রায় ৫ লাখ জীবন্ত গাছের ফলাফলকে!!
শেষ খবর মতে সন্ত্রাসীদের প্রত্যেকে ১ লাখ টাকা পেয়ে গেছে জেলা প্রশাসনের কাছ থেকে। অন্যদিকে বঙ্গালী কৃষক গুলো জানেনা
"কী ছিলো তাদের দোষ?" আর
"কীভাবেই বা তারা ফের ঘুরে দাঁড়াবে জীবন যুদ্ধের নিদারুন বাস্তবতায়!!"
পাহাড়ের দুঃখগুলো জানিয়ে দিন গোটা বিশ্ব ব্যাপী!
দয়া করে, এগিয়ে আসুন নীরিহ-নির্যাতিত বাঙ্গালীদের আহবানে!!
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ইহুেদী'দের এত লাথি/উষ্টা আল্লা এবং আল্লার মুমিনরা কেমন করে সহ্য করে?A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন :আল্লার সভ্যভব্য মুমিন বান্দা। তেহেরকী তালেবান জিন্দাবাদ।
মন্তব্য করতে লগইন করুন