গাজীপুর সিটি নির্বাচন, ২০ দলের সমাবেশ প্রতিহতের ঘোষনা এবং কিছু কথা.
লিখেছেন লিখেছেন মীম রহমান ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৫:৫৭:৫২ বিকাল
হাফিজুর রহমান.
১. গাজীপুরকে আওয়ামীলীগ তাদের সেকেন্ডহোম মনে করে. বিশেষত গত বছর গাজীপুর সিটি কর্পোরেশনের ১ম নির্বাচনে এটা তারা সিরিয়াসলি প্রচার করেছিল এবং ধরেই নিয়েছিল পৈত্রিক সম্পত্তির মতই তারা যে কোনভাবেই হোক না কেন গাজীপুরের মেয়র পদ দখল করবে. স্বভাবতই আওয়ামীলীগের এই মনে করার কারনেই মিডিয়া, বিএনপি-জামায়াত এমনকি সারাদেশের মানুষ এটাকে চ্যালেঞ্জ হিসেবেই গ্রহন করেছিল. নির্বাচনের আগের দিন আমি ও বর্তমান জামায়াতের মহানগরী সাংগঠনিক সম্পাদক আফজাল ভাই পরিস্থিতি দেখার জন্য বের হই. সব জায়গায় এক ভীতিকর পরিবেশ, পুরো গাজীপুর আওয়ামী ক্যাডারদের দখলে, এলাকাগুলোতে ছোট ছোট মহড়া...... সবমিলিয়ে সবাই আওয়ামী ভয়ে তটস্থ, সবাই চুপচাপ. নির্বাচনের দিনও একই অবস্থা. আমি দুপুরের পর অনেক কেন্দ্রেই বিএনপির কোন নেতা-কর্মীদের খোজে পাইনি এমনকি অনেকে ভয়ে আওয়ামীলীগ প্রার্থীর কার্ড গলায় ঝুলিয়ে রেখেছে. অনেকটা হতাশ হয়েই নির্বাচনী অফিসে ফিরে যাওয়ার জন্য রিকসায় উঠলাম. আফজাল ভাইকে বললাম "তাহলে কী আমরা হেরে যাচ্ছি...?..." আফজাল ভাইও টেনশিত. দুজনই চুপচাপ. হঠাৎ রিকসাওয়ালার কথায় চমকিত হলাম. বললো "মামা টেনশেন কইরেন না, আপনারাই জিতবেন", "দেখেন আমার গলায়ও আওয়ামীলীগের কার্ড কিন্তু ভোটটা কিন্তু জায়গা মতই দিছি". সত্যিই তার কথাই সত্য হল. আওয়ামীলীগের প্রার্থী তার নিজের কেন্দ্রসহ লক্ষাধিক ভোটে গো-হারা হারলেন.
২. ২৭ তারিখে ২০ দলের সমাবেশকে ছাত্রলীগ প্রতিহতের ঘোষনা না দিলে এটা নিছক একটা জনসভাই হতো. কিন্তু তারাই এটার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে, এখন এই সমাবেশটাই সরকার পতনের আন্দোলনে অনেকটা টাম কার্ড হয়ে দাড়িয়েছে. ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মতই স্থানীয় নেতা কর্মীরা বেশ ফুসফাস করছে. আমার দৃড় বিশ্বাস গাজীপুরের লোকজন সিটি নির্বাচনের মতই চুপচাপ করে আছে. সময়মত দেখিয়ে দিবে. এই সমাবেশ হবে স্বরণকালের সবচেয়ে বড় ও সফল সমাবেশ এবং আওয়ামী জুলুমের যবানিকার সূত্রপাত. গাজীপুরের একজন সামান্য নাগরিক হিসেবে এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত থাকতে না পারার কারনে বড়ই মিস করব.
সবমিলিয়ে কথা হল আওয়ামীলীগ নিজেরাই তাদের বিপদ ডেকে এনেছে. সমাবেশ প্রতিহত করতে এসে নিজেরাই এমন প্রতিহত হবে যেমনটা তারা কখনোই কল্পনাই করেনী.. ইনশাআল্রাহ.
বিষয়: বিবিধ
১১৭৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন