মা (পৃথিবীর সব মায়েদের উদ্দেশ্যে)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৪:৫৯:৪৪ বিকাল
মা
- সামসুল আলম দোয়েল
একদিন আমি বৃদ্ধা মাকে, ধমকে মনের খেদে
রাগের মাত্রা পেয়েছে প্রকাশ, চোখের উপরিভাগ!
নির্জনে তিনি মনের ক্ষতে বলছেন কেঁদে কেঁদে
আজকে তুমি হয়েছো বড়, দেখাও কত রাগ!!
শৈশবের সেই দূর্বলতা ভুলেছো তুমি আজ
পৃথিবীর সেরা আশ্রয়, ছিল আমার কোল!
শক্তি আর বড়ত্বে করছ এখন কত কাজ
বাহুবলে তাই ইচ্ছেমত বাধাও গন্ডগোল!!
একদিন তুমি ছিলে অসহায় এই পৃথিবীর পরে
আদর সোহাগে করেছেন লালন তোমার দুখি মা!
ক্ষুব্ধ আর বৈরি সমাজে, রাখতেন আদরে
শত অপরাধ আর ভুলেও তিনি করতেন ক্ষমা!!
শান্তি পাবে সুখ পাবে তুমি তারই আচঁলে!
ধর্ম বলে, স্বর্গ তোমার মায়ের পদতলে!!
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ। ভালো থাকুন
মন্তব্য করতে লগইন করুন