ইসলামের আলোকে সমাজনীতি

লিখেছেন লিখেছেন যা বলতে চাই ২৯ অক্টোবর, ২০১৪, ১১:০৫:১৮ রাত

ইসলামি নীতি হলো- মানুষ সকলে এক আল্লাহ্ তা‌‌আলার সৃষ্টি, একই পিতা-মাতা তথা হযরত আদম ও হাওয়(আ.) এর সন্তান। সামাজিক দিক থেকে তাই সকল মানুষ ভাই ভাই। আর ইসলাম গ্রহণের কারণে সকল মুসলিম দ্বিনি ভাই। বিশিষ্টগত কারণে মানুষ একাকি জীবন যাপন করতে পারেনা, সমাজবদ্ধভাবে বসবাস করাই তার স্বভাব। তাই ইসলামি সমাজে মানুষ পারস্পরিক দায়বদ্ধ যেমন- এখানে সাদা কালোর মর্যাদাগত কোন পার্থক্য নেই, নারী-পুরুষ একের উপর অন্যের নেই কোন প্রাধান্য। বংশগত মর্যাদা বলতে কিছু নেই, প্রত্যেকেই নিজ নিজ কর্ম অনুসারে ফলাফল প্রাপ্ত হবে আর চুড়ান্ত ফলাফল তো কেবলমাত্র আল্লাহ্ তাআলাই প্রদান করবেন। এ সমাজের বৈশিষ্ট হলো- সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হওয়া, সমাজে পারস্পরিক সম্মান, হৃদ্যতা, সৌহার্দ, অধিকার ও সন্তুষ্টি বিদ্যমান থাকা এবং বাবা, মা, ভাই, বোন, স্ত্রী-পুত্র, কন্যা ও সকল পর্যায়ের আত্মিয় স্বজনদের অধিকার প্রতিষ্ঠিত থাকা। এ সমাজে মানুষের উপর মানুষের কোন প্রভূত্ব চলেনা, সকলেই এক আল্লাহর গোলাম ও প্রতিনিধি। সুতরাং সমান মর্যাদার অধিকারী। তাই ইসলামি সমাজ বিনির্মাণে সর্বাত্মক শক্তি ও সামর্থ নিয়ে আমাদের সকলের এগিয়ে আসা দরকার।

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279478
৩০ অক্টোবর ২০১৪ রাত ১২:১৮
আদি মানব লিখেছেন : ভালো লাগলো। মূল ব্যপারটা বিস্তারিত বললে খুশি হতাম
280115
০১ নভেম্বর ২০১৪ রাত ১২:৫৩
যা বলতে চাই লিখেছেন : দোয়া করবেন, ভষ্যিতে ইনশা আল্লাহ্ বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব।
280762
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৯
কথার কথা লিখেছেন : ব্লগে লেখা আপনার এ প্রথম লেখাটির মাধ্যমে আপনার লেখনী শক্তিকে মহান আল্লাহ তায়ালা বহুগুণ বাড়িয়ে দিক এ দোয়া করি।
280782
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৫
যা বলতে চাই লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File