এখন আর লিখতে বা বলতে ইচ্ছে করে না।
লিখেছেন লিখেছেন যা বলতে চাই ০৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:৫১:১১ রাত
কথায় বলে, অল্প শোকে কাতর-অধিক শোকে পাথর। তাই বলে আমি শোকাতুর নই। কারণ ইসলামে যে শোক নিষিদ্ধ। কষ্ট, বেদনা, দুঃখবোধ নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে নিজের ব্যর্থতার হিসেব নিচ্ছি আর আহত পাখির মত শুধু কাতরাচ্ছি। চারদিকে যে অবস্থা তাতে আসলেই বাকরুদ্ধ হয়ে আছি। এ কোথায় বসবাস করছি আমরা! এ কোন হিরক রাজার রাজ্য শাসন? এ কোন গণতন্ত্র? স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রে এ কোন নাগরিক স্বাধীনতা? সভ্য সমাজ বলে পরিচিত এ কোন সভ্যতা? আইনের শাসনের নামে এ কোন আইনের প্রয়োগ? নাহ, আর কিছু ভাবতে পারছিনা যেন। কিছু একটা লিখতেও চা্ই, কিন্তু লিখতে যে পারি না। চোখে যেন ধোঁয়াটে দেখি, মাথাটি ঘোরে উঠে বার বার, চিন্তা এলো-মেলো হয়ে যায় বার বার। মোটেই স্থির থাকতে পারছি না।
চারদিকে লাশের খবর। দগ্ধ মানব সন্তানের আর্তনাদ। সন্তান হারা মায়ের বুক ফাটা চিৎকার, ভাই হারা বোনের আকাশ-বাতাস ভারি করা কান্না, স্বামী হারা বিধবা বোনের চোখের জল, এসব কিছু আমাকে একেবার এলোমেলো করে দিচ্ছে।
প্রিয় বন্দুগণ! ক্ষমা করবেন, আজ অনেকদিন পর কিছু লিখে শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু না পারলাম না। আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। দোয়া চাই দোয়া, যেন নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে আল্লাহর দরবারে কৃতজ্ঞ বান্দা হিসেবে হাজির হতে পারি।
বিষয়: বিবিধ
১৫৫৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মর্মস্পর্শী দোয়ায় আমীন।
সামান্য বোধ-বিবেচনাও অবশিষ্ট আছে এমন প্রতি টা জনের আজকের মানষিক অবস্হা এমনই!
বিদ্যমান অসহ্য-অসহনীয় শ্বাসরুদ্ধকর পরিস্হিতি থেকে নাজাত পাওয়ার প্রাণান্তকর চেষ্টায় ক্লান্ত আজ যেন!!
মন্তব্য করতে লগইন করুন