একটি হাদিস : আল্লাহর জন্য ভালবাসা
লিখেছেন লিখেছেন যা বলতে চাই ২৩ নভেম্বর, ২০১৪, ০১:৫৮:২৫ রাত
হযরত ইমাম গাজ্জালি (র.) প্রণীত, মুকাশাফাতুল কুলুব নামক গ্রন্থে একটি হাদিস বর্ণিত আছে। হাদিসটি হল: আল্লাহ্ তাআলা হযরত মূসা (আ.) কে জিজ্ঞাসা করলেন, হে মূসা! তুমি কি আমার জন্য কোন আমল(কাজ) করেছো? তিনি বললেন- হে আল্লাহ্ ! আমি তোমার জন্য নামায পড়েছি, রোযা রেখেছি, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য সেজদা করেছি, তোমার কিতাব তেলাওয়াত করেছি, যিকর করেছি। আল্লাহ তাআলা বললেন, হে মূসা! নামায তোমার জন্য দলিল সরূপ, রোযার বিনিময়ে তুমি জান্নাত পাবে। দান খয়রাত তোমার জন্য ছায়ার কাজ দিবে, তাসবীহ তোমার জন্য জান্নাতের বৃক্ষ সরুপ, আমার কিতাব তেলাওয়াতের বিনিময়ে তুমি জান্নাতের হুর ও বালাখানা লাভ করবে, যিকর তোমার জন্য নূর(আলো) হবে। কিন্তু খালেস ভাবে আমার জন্য তুমি কি করেছ? তা বল।
হযরত মূসা (আ.) আরজ করলেন, হে পরোয়ারদিগার! আপনি আমাকে কোন আমলের কথা বলে দিন, যা আমি খালেস ভাবে আপনার জন্য করবো। আল্লাহ তাআলা বলেন, হে মূসা! তুমি কি আমার খাতিরে আমার কোন প্রিয় বান্দাকে ভালবেসেছ? অথবা আমার খাতিরে কাউকে শত্রু জ্ঞান করেছ?
একথা শোনার পর হযরত মূসা(আ.) বুঝে গেছেন যে, আল্লাহর মহব্বতে কাউকে ভালবাসা এবং তাঁরই খাতিরে কাউকে শত্রু জ্ঞান করাই হচ্ছে সর্বোত্কৃষ্ট ও সর্বশ্রেষ্ঠ আমল বা ইবাদাত।
বিষয়: বিবিধ
১৭৩৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মান আ হুব্বিলিল্লাহ , ওয়া আব গাধা লিল্লাহ ,
ওয়া আতা লিল্লাহ । ওয়া মানা লিল্লাহ
ফাকাদ ইছতাকমিল ঈমান
মন্তব্য করতে লগইন করুন