দেশে কি জামায়াত শিবির ছাড়া আর কিছু নাই?
লিখেছেন লিখেছেন নিরিবিলি ০৪ নভেম্বর, ২০১৪, ০৮:৪২:৪৪ রাত
টেলিভিশন, সংবাদপত্র বা চায়ের দোকানে মানুষের মুখে সর্বত্র জামায়াত-শিবির ছাড়া আর কোন আলোচনা নেই। দেশে কি আর কোন সংবাদ নেই?
দেশের যোগাযোগ ব্যবস্থার এখন কি হালচাল?
শিক্ষা ব্যবস্থা কেমন চলছে? শুনলাম জুনিয়রদের বোর্ড পরীক্ষা নাকি নির্দিষ্ট সময় পরেও শুরুই হয় নি।
আইন শৃংখলা কেমন চলছে? কেউ কেউ বলে পুলিশের গ্রেফতার বানিজ্য ছাড়া না কি কোন কাজ নেই!
হুটহাট করে ধর্মীয় উন্মাদনা মাথাচড়া দিয়ে উঠে। একসময়ের দুর্দান্ড প্রতাপশালী হেফাজতে ইসলামের কি খবর? ধর্মীয় অবমাননার মন্ত্রী সাহেবদের কি খবর?
মন্ত্রী আবুল সাহেবকে নিয়ে কত কিছুই তো হল! উনি এখন কেমন আছেন? কিংবা কালো বিড়াল খ্যাত সেই মন্ত্রী?
পদ্মা সেতুর কি অবস্থা? কাজ শুরু হয়েছে? নাকি শেষের পথে?
আসলে মিডিয়া অনেক ক্ষমতা রাখে। তারা ইস্যুকে চাপা দিতে পারে আবার হঠাৎ করে আজাইরা জিনিসকে ইস্যু বানিয়ে দিতে পারে। মিডিয়াকে ব্যবহারে শতভাগ এগিয়ে আওয়ামী লীগ ও বাম মতাদর্শে বিশ্বাসী মানুষগুলি। জামায়াত শিবির খালি রাজপথই কাপাতে পারে। আর কিছুতে তাদের খুজে পাওয়া যায় না।
বিষয়: বিবিধ
১৪২৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন