কারবালা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়
লিখেছেন লিখেছেন বাকশাল ০৪ নভেম্বর, ২০১৪, ০৮:৩০:২৩ রাত
৯০ ভাগ মুসলমানের দেশে বিশ্ববিদ্যালয়ে নামাজ আদায় করা অপরাধ! যার জন্য তাদের হল থেকে বহিষ্কার করা হয়। আবার বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিষয় পডানো নাকি সংবিধান পরিপন্থী! এ ভাবে এ সরকারের আপদমস্তক ইসলাম বিদ্ধেষী কর্মকাণ্ডে ভরপুর। অথচ আমাদের তথাকথিত ইসলামী অনুসারীগণ (হেফাজত, গায়রে হেফাজত, কওমী) শুধু কেউ কোন বক্তব্যে ইসলামের বিরুদ্ধে বললে মাঠে নেমে ২/১ টা মিছিল ও হরতাল দিয়েই তাদের দায়িত্ব শেষ বলে মনে করে এবং এটাকে ইসলামের জন্য অনেক বড কিছু করেছে বলে আত্ম তৃপ্তিতে ভোগে। অথচ রাষ্ট্রীয় সকল বিভাগে সরকারের ইসলাম বিদ্ধেষী কর্মকাণ্ডের নেই কোন প্রতিবাদ, নেই কোন সংস্কার মূলক কর্মসূচী। যারা করছে তাদের যুদ্ধাপরাধী বলে ফাঁসিতে ঝুলাচ্ছে, এ অবস্থা জেনে শুনে তারা কি পারবে সরকারের ইসলাম বিদ্ধেষী কাজের বিরোধিতা করতে? তারা পারছেনা, পারবেনা তার প্রমাণ এক সমাবেশে একদিন মার খেয়ে তারা চুপসে গেছে।। এটা ইসলামের মুল চেতনা নয় তাহলে রাসুল এক তায়েফের ঘটনার পর আর ইসলাম প্রচার করতেন না। আজ পবিত্র আশুরার দিনে হোসাইন ভক্ত বলে দাবিদারদের বলছি, নিজেকে নিজে রক্তাক্ত করার নাম তার প্রতি ভালবাসা নয়, জুলুমবাজের জুলম ও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জালিমের আঘাতে রক্তাক্ত হওয়ার নাম হোসাইনের প্রতি ভালবাসা।
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন