১৯৭১ এবং ২৮ অক্টোবর ২০০৬ ...
লিখেছেন লিখেছেন নিরিবিলি ২৯ অক্টোবর, ২০১৪, ০৯:২৩:১১ রাত
কিভাবে তুলনা করবেন? কোন ভাবেই সম্ভব নয়। আমি তুলনা করতে লিখছি না। ভাবছি তরুন প্রজন্ম এটা নিয়ে কি ভাবে? কি অনুভব করে?
বর্তমান প্রজন্ম ১৯৭১ সালের গল্প শুনেছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তিদের থেকেও কেচ্ছা কাহিনী ছাড়া ইতিহাস জানতে পারিনি। তবুও শাহবাগীরা ৭১ ইস্যুতে তরুন প্রজন্মকে কাছে টেনেছে। ইসলাম পন্থীরা পরাজিত শক্তি হিসেবে চুপচাপ থেকেছে।
২৮ অক্টোবর সারাবিশ্বের মানুষ দেখেছে। কিন্তু মনে রাখতে কি পেরেছে? পারছে না। কারন তাদের মনে করাবে কে? যে তরুন যুবক শিবির করছে তারা সমাজের গুটিকয় ছাত্রজনতা! সুতরাং তারা নিজেরা জানলেও দেশের মানুষ জানছে না। জামায়াত শিবির অবশ্যই অনেক শক্তি রাখে। কিন্তু জনগনকে তারা কাছে টানতে পারছে না।
জামায়াত শিবির দু চোখে যা দেখে তাই ভাবে। তাদের চিন্তা ভাবনা এর বাইরে যেতে পারেনা।
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন