হামাস তবু লড়বে
লিখেছেন লিখেছেন শরাফতুল্লাহ ২৬ নভেম্বর, ২০১৪, ১১:১০:৫৫ রাত
ফিলিস্তিনির গাজায়
মারছে নারী, মারছে শিশু
ইসরাইলের রাজায়।
রক্ত নিয়ে হোলি খেলে
ওরা বোগল বাজায়
এমনি করে ইহুদিরা
নিজের কবর সাজায়।
হামাস তবু লড়বে
স্বাধীন স্বদেশ গড়বে।
ইসরাইলের ভিত নড়বে।
অত্যাচারীর খড়গ কৃপাণ
একদিন খসে পড়বে।
কিশোরকন্ঠে প্রকাশিত।
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন