মানবতাবাদি আর নারীবাদিরা আজ কোথায়?
লিখেছেন লিখেছেন খান জুলহাস ২৮ এপ্রিল, ২০১৫, ০৫:৪৮:৪৮ বিকাল
যারা নারীর ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা নিয়ে সর্বদাই চিল্লায় তারা আজ কোথায়? আওয়ামী সন্ত্রাসের কাছে যে আজ মা বোন পর্যন্ত নিরাপদ নয়। যারা একজন নারীর উপর এভাবে হামলা করতে তাদের আর যাই বলি না কেন তারা মানুষ হতে পারে না। তাদের কুকুরের সাথে তুলনা করলে কুকুর আত্নসম্মানবোধে আত্নহত্যা করবে।
মানবতাবাদি আর নারীবাদিরা আজ ঘুমাচ্ছে। দেখেও না দেখার ভান করছে। কারণ নারীদের উপর যারা হামলা করছে তারা তাদের দিদি হাসিনা বু’র সোনার সন্তান। তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না তাহলে বুবু মাইন্ড করবে।
থুতু মারি এই সকল নারীবাদিদের মুখে, যারা দেখেও না দেখার ভান করে।
বিষয়: বিবিধ
১৭৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বারবার এ্ই বাঁজা ছাগি গুলাকে খুজেন কেন!!
মন্তব্য করতে লগইন করুন