আবারো প্রশ্নপত্র ফাঁস

লিখেছেন লিখেছেন খান জুলহাস ২৫ নভেম্বর, ২০১৪, ০৫:০৮:৪৬ বিকাল

বর্তমানে প্রাইমারি সমাপনী পরীক্ষা চলছে। আর গত বছরের ন্যায় এবারো ডিজিটাল সরকারের ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আজকের দিনসহ মোট ৩ টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই তিনটা পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁস হয়েছে।

সরকার এই জাতি কোন দিকে নিয়ে যাচ্ছে এই প্রশ্ন এখন সকল মহলের। মেধাহীনতার যে ষড়যন্ত্র চলছে এর বাস্তবায়ন করছে এ সরকার। এটা কোন ভাবেই মেনে নেয়া যায়।

এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা উচিৎ।

প্রতি পরীক্ষার প্রশ্নপত্র যদি এভাবে ফাঁস তাহলে এক সময় জাতি মেধাশুন্যতায় ভুগবে যা দেশের জন্য হবে ভয়াবহ ।

বেশি পাশ দেখাতে গিয়ে এভাবে জাতিকে ধ্বংস করবেন না। প্লিজ!!! দয়া করে আমাদের মুক্তি দিন।

বিশ্বাস না করলে নিজের পেইজগুলো দেখুন..

Click this link

Click this link

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287930
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
ভিশু লিখেছেন : এখন এ বৈধ(!) সরকার-শাসিত এই দেশকে কেউ ব্যর্থ রাষ্ট্র বললে তিনি কি খুব অন্যায় করে ফেলবেন?!
287934
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১০
ফেরারী মন লিখেছেন : ফাঁস হলেই পাশ বেশী। বর্হিবিশ্বে দেখাতে হবে না?
287947
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
নিরবে লিখেছেন : শুধু প্রশ্ন ফাস না , হলে চলে মৌখিক নকল...এছাড়াও আরো বেশী কিছু ...
আমার s.s.c এর সময় ২ ঘন্টায় লেখা শেষ হওয়াতে টিচার জোর করে আমার পেপার নিয়ে পাশের ছেলেটাকে ৪০ নম্বর পুরা দেখালেন,ইংরেজি তে ৯,১০,১১,১২ নং প্রশ্ন।যদিও আমি সরকারি নামিদামি একটা স্কুলে বসে পরীক্ষা দিচ্ছিলাম।

পুরাই ভাষালেস।
288193
২৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:০২
খান জুলহাস লিখেছেন : এভাবে আর কত দিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File