আওয়ামী লীগ দলটি নাস্তিক তৈরির কারখানা
লিখেছেন লিখেছেন খান জুলহাস ২৪ নভেম্বর, ২০১৪, ০৭:১৪:৫৭ সন্ধ্যা
এক লতিফ সিদ্দিকি মুখ ফসকে নিজের ভিতরে লালন করা চিন্তা চেতণা প্রকাশ করে দিয়েছেন বলে আমাদের আক্ষেপের শেষ নেই। কিন্তু যে ফ্যাক্টরি থেকে প্রতিনিয়ত লক্ষ লতিফ সিদ্দিকিদের উৎপাদন করা হচ্ছে তার বিরুদ্ধে কোন টু শব্দওটিও নেই। বরং খোজ নিলে জানা যাবে যে, মুসলিমদের ধর্মীয় নেতাদের অধিকাংশের দহরম মহরম সব তাদের সাথেই। মাদ্রাসার সভাপতি, মসজিদের জিম্মাদার, মারকাজের প্রধাণের মতো পদ পদবিগুলো সেই ফ্যাক্টরি থেকে রিলিজ হওয়া কিছু বেয়াদবের দখলে।
এসব দেখে আম পাবলিক বুঝতে ব্যর্থ হচ্ছে কোনটা ইসলাম আর কোনটা কুফর। কেউ কেউ ইসলামের মৌলবানীগুলোকে কোন প্রকার কাট ছাট না করে সরাসরি প্রকাশ করার চেষ্টা করলেও, সেই একই কারণে তারাও বাধাগ্রস্ত হচ্ছে। পাবলিক বুঝতেই পারে না যে তাদের সামনে সব থেকে ভয়ংকর ঈমান বিধ্বংসী ফেতনা কোনটি। কোন ফেতনার কবলে পড়ে আজকে সাধারণ একজন মুসলিম নিজেকে অসাম্প্রদায়িক, সেকুল্যার, মুক্তচিন্তার বাহক হিসেবে পরিচয় দেয়। এর কারণ একটাই, আমরা প্রতিনিয়ত আসল সত্যকে কাটছাট করে প্রকাশ করেছি, মিথ্যার সাথে আপোষ করেছি। সামান্য সমস্যায় নিজের ভাইদের সাথে বিরোধে জড়িয়ে নিজেদের শক্তি ক্ষয় করেছি। বলা হয়, ওজু ভংগের কারণ তো ভালো করে শিখানো হচ্ছে, কিন্তু ঈমান ভংগের কারণ প্রকাশ করতে অনেকে কণ্ঠে জড়তা এসে হাজির হয়।
লতিফ সিদ্দিকির প্রতি আমাদের শুকরিয়া জানানোর উচিত ছিলো। তার কারণেও হয়তো আরো একবার সত্য মিথ্যা চেনার সুযোগ আমরা পেলাম। হক আর না হকের যে সংজ্ঞা প্রতিনিয়ত আমরা বিশ্বাস করে এসেছি, তাতে কিছুটা হলেও পরিবর্তন করার সুযোগ হতো। কিন্তু না, এবারও হতাশ হতে হলো। পুরনো সেই পথ ও পদ্ধতি ধরে আমরা রোগের সিন্ড্রোমের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, আসল কারণের বিরুদ্ধে নয়।
এসব কর্মকান্ড দেখলে আমার কেন জানি মনে হয়, ইসলাম এবং মুসলিম জাতি স্বত্বাকে আমরা নিজেদের ব্যক্তিগত, বা দলীয় উজ্জলতা বৃদ্ধির হাতিয়ার হিসেবে নিয়েছি। মানুষের আবেগে খোচা দিয়ে কিছুটা স্বার্থ্য হাসিল করতে চাচ্ছি। যদি তাই না হতো, তাহলে আসল জায়গায় ঔষধ দেওয়ার চিন্তা ছেড়ে দিয়ে লোক দেখানো সিন্ড্রোমের ওপর আক্রমন কেন করা হচ্ছে ? ফ্যাক্টরিকে বৈধতা দিয়ে, দু চারটা পন্যের বিরুদ্ধে মিছিল মিটিং সত্যিই হাস্যকর।
অপু আহমেদের ফেসবুক থেকে সংগৃহিত।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আওয়ামী লীগের আমলে একজন হিন্দু কুরবানীর ইতিহাস নিয়ে আদালতে রিট করার সাহস দেখিয়েছিল । পরে আদালত সেটা খারিজ করে দেয় ।
বাংলাদেশের মানুষ যদি আসলেই প্রকৃত মুসলমান হত তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় কোনবারই আসতে পারতো না ।
মন্তব্য করতে লগইন করুন