ছা্ত্রলীগ মানুষ রুপি এক হায়েনার নাম

লিখেছেন লিখেছেন খান জুলহাস ২২ নভেম্বর, ২০১৪, ০১:২৮:৪৮ দুপুর

দিনে দিনে ছাত্রলীগ একটি পশু সংগঠনে রুপ নিয়েছে। এদের বুনো হিংস্রতা হালাকু খানের বংশধরদের কে ছাড়িয়ে গেছে অনেক পূর্বেই। এই ভয়ঙ্কর হিংস্র হায়েনাদের বিষাক্ত থাবায় শত শত সাধারন ছাত্রছাত্রীর শিক্ষাজীবন ধ্বংস হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর, জগন্নাথ বিশবিদ্যালয়ের সামনে নিরীহ পথচারি বিশ্বজিৎ, রাজশাহি বিশ্ববিদ্যালয়ের শরিফুজ্জামান নোমানি সহ অসংখ্য ছাত্র তাদের জীবন হারিয়েছে এই নরপশুদের হাতে

সর্বশেষ সিলেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামধারি পশুদের হাতে গুলি ও ধারাল অস্ত্রের কোপে খুন তাদের নিজ সংগঠনের কর্মী সুমন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ আহত হয়েছে অর্ধ শতাধিক।

দেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশবিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ অধিকাংশ বিশবিদ্যালয় আজ ছাত্রলীগ নামধারি ধর্ষক, চাঁদাবাজ, নেশাখোর দের আস্তানায় পরিনত করেছে।

মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে নিয়মিতই হয় মারামারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে ধর্ষণের স্বরগভুমিতে পরিনত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতাদের ছাদাবজির কারনে অতিষ্ঠ সাধারন মানুষের স্বাভাবিক জীবন জাপন। ছাত্রীর নগ্ন ছবি তুলে চলে নিরব চাঁদাবাজি।

অবৈধ সরকারের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়ে মেরদন্ডহীন দলকানা বিশ্ববিদ্যালয় প্রশাসন মেধাবি শিক্ষার্থীদের হল থেকে বের করে দিচ্ছে, বিশ্ববিদ্যালয় থেকে ও বের করে দিচ্ছে। কেউ যেন প্রতিবাদ করতে না পারে তাই সরকার ভিন্ন মতাবলম্বী সকল ছাত্র-সংগঠন কে বিশ্ববিদ্যালয়ের বাহিরে থাকতে বাধ্য করেছে।

ফলে আজ বিশবিদ্যালয়ে আর কোন মুক্তবুদ্ধি, মেধা ও গণতন্ত্র চর্চার হয় না। হয় হত্যা, মাস্তানি, রাহাজানি, মাদকসেবন, ধর্ষণের মত জঘন্য অপরাধ। খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের গর্বের ও স্বপ্নের এই বিশবিদ্যালয়ে আজ শুধু মাত্র ফ্যাসিবাদী সরকারের নগ্ন থাবা ও পৃষ্ঠপোষকতায় ক্ষতবিক্ষত।গত কয়েকটা বছর ধরে পত্রপত্রিকার শিরোনাম হয়ে উঠা খবরগুলির দিকে একসাথে চোখ বুলালে রীতিমত শিউরে উঠতে হয়।

এই জানোয়ারদের আর বাড়তে দেয়া যায় না। আমাদের এই প্রিয় মাত্রিভুমি কে বাঁচানোর জন্য এখনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ভাবে বেড়ে উঠার জন্য এই নরপিচাসদের কে এখনি সমুলে উৎখাত করতে হবে।

আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই জানয়রদেরকে বিশ্যবিদ্যালয় থেকে বের করে দিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনি।

বিষয়: রাজনীতি

৯৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286866
২২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২০
নূর আল আমিন লিখেছেন : ওরা পশুর চেয়ে নীকৃষ্ট জীব

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File