যে তিনটা কাজ সকলের করা উচিৎ
লিখেছেন লিখেছেন খান জুলহাস ১৯ নভেম্বর, ২০১৪, ১২:২৪:২৪ দুপুর
¤ তিনটি জিনিস নিয়ন্ত্রনে রাখো।
রাগ, জিহবা, অন্তর।
¤ তিনটি জিনিসের জন্য যুদ্ধ কর- ধর্ম, দেশ, জাতি,।
¤ তিনটি জিনিস পবিত্র রাখো-
শরীর, পোশাক, আত্মা।
¤ তিনটি জিনিস প্রকৃত সম্পদ-
বিদ্যা, ভদ্রতা, ইবাদাত।
¤ তিনটি জিনিস প্রিয় জানো-
ঈমান, সত্যবাদিতা, অঙ্গীকার।
¤ তিনটি জিনিসের অভ্যাস কর-
নামাজ, জিহাদ, হালাল রুজি।
¤ তিনটি জিনিস চিন্তা করে ব্যাবহার কর-
কলম, কসম, কদম।
¤ তিনটি জিনিস থেকে দুরে থাকো-
মিথ্যা, অহংকার,অভিশাপ।
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর কিছু উপদেশ তুলে ধরায় আপনাকে অনেক ধন্যবাদ জানাইলাম।
মন্তব্য করতে লগইন করুন