ইসলামের শত্রু কারা ? জামায়াত নাকি মাইজভান্ডারি

লিখেছেন লিখেছেন খান জুলহাস ০৪ নভেম্বর, ২০১৪, ০৫:২২:৩৭ বিকাল

মাইজভান্ডারি জানোয়ার সৈয়দ নজিবুল বশর বলেছেন, জামায়াত ইয়াজিদের অনুসারী। তারা দেশ জাতি ও ইসলামের চিরশত্রু।

এখন বাস্তবতা হলো......৫ জানুয়ারী নির্বাচনের দিন জনগন যাকে কান ধরে উঠবস করালো । আজ তারা দেশের মাথা হয়ে গেছে। যে দরবারে বা যারা নামাজ রোযার ধার ধারে না। যারা সর্বদা হিন্দুদের নারী পুরুষ মিলে অনৈতিক কার্যকালাপ সম্পাদন করে তারা নাকি ইসলাম পন্থী দাবি করে। যারা নিজেরা ইচ্ছামত অন্যধর্মালম্বীদের মত নিয়ম কানুন তৈরী করে। যারা ধর্মনিরপেক্ষতাকে বৈধ মনে করে তারা কিভাবে কে মুসলিম কে অমুসলিম সে সার্টিফিকেট দেয়। আমার বুঝে ধরে না। যাদের ব্যাপারে সকল আলেম একমত পোষন করেছেন যে তারা ভন্ড।

মাইজভান্ডারী কোন মুসলমানের মধ্যে পড়ে না ওরা শিয়াদের মত আলাদা একটা সম্প্রদায়। যারা পীর কে ব্যবসা হিসেবে গ্রহণ করেছে। আর নারী পুরুষ যেখানে অবাধে চলাফেরা করছে। পর্দা তো দূরের কথা সামন্য শালীনতটুকু বজায় থাকেনা। যেখানে বসে সবাই গাজা টানে। এমন জাহেল এর কথার প্রতিবাদ না করে পারছিনা। এই জাহেল কে খুব শিগরই বাংলাদেশ থেকে বের করে দেয়া হোক।।।।।।।।।।।

বিষয়: বিবিধ

১৬৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281177
০৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ।
281251
০৪ নভেম্বর ২০১৪ রাত ১০:০৪
চিরবিদ্রোহী লিখেছেন : জামাআত ইয়াজিদের এজেন্ট হলে হলো। ইয়াজিদ তো মুসলমান ছিলো অন্তত। জালেম, কিন্তু মুসলমান। কিন্তু এই শিরণী খোর, মানুষকে ধর্মের লোভ দেখিয়ে পয়সা লুটনেওয়ালা যে সরাসরি ইয়াহুদিদের জারজ তা কি তারা জানে না?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File