অবিচার নয় নিজামীর বিচারের দাবি করছি

লিখেছেন লিখেছেন খান জুলহাস ২৮ অক্টোবর, ২০১৪, ০৭:৩৯:১৫ সন্ধ্যা

অবিচার নয় নিজামীর বিচারের দাবি করছি। এ দাবি শুধু আমি একা নয় গোটা ১৬ কোটি মানুষ আওয়ামী লীগ এর সাঙ্গপাঙ্গ বাদে সবাইর-ই দাবি। যাতে নিজামী সাব বিচারের মুখোমুখি হয়ে সুবিচার পান।

কাদের মোল্লা, সাঈদী, মুজাহিদ, গোলাম আযজম, কামারুজ্জামানদের মত অবিচারের মুখোমুখি যেন না হয়।

আওয়ামী লীগ এর সাঙ্গপাঙ্গরা নিজামীর বিচার নয় ফাঁসি চায়। অর্থাৎ অপরাধ করুক আর না করুক ফাঁসি দিতে হবে। আমরা কিন্তু এটা চাই না।

আমরা বিচার চাই ফাঁসি নয়। যদি হাসিনার লেখা টাকু কামরুলের গাওয়া গান বিচারকরা গায়। তাহলে তাদের ইতিহাস ক্ষমা করবেনা। তাদেরও একদিন বিচারের মুখোমুখি হতে হবে। যদি তারা মনে আমরাইতো বিচারপতি আমাদের বিচার করবে কে?

তাহলে তাদের বলছি বিচারপতির বিচারপতি আপনাদের বিচার করবে। তাই আপনাদের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279048
২৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪০
অনেক পথ বাকি লিখেছেন : আমিও বিচারের পক্ষে। অপরাধ করলে কাউকে ছাড় নয় তবে সেটা যেন বিচারের নামে বিরোধী রাজনৈতিক নেতাদের দমন না হয়।
284809
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৪১
জাকির বেপারী লিখেছেন : বাংলাদেশে চলছে এখন- দুষ্টের পালন ও শিষ্টের দমন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File